আমাদের কথা খুঁজে নিন

   

রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগালের জয়

ইউসেবিওকে ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে প্রথম হ্যাটট্রিক করে দলকে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে এনে দিয়েছেন ৪-২ গোলের জয়। ৪৩ গোল নিয়ে রোনালদো এখন দেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। শীর্ষে আছেন পুলেটা (৪৭ গোল)। গত শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে একটা সময় ২-১ গোলে পিছিয়ে পড়ে ছিল পর্তুগাল।

তবে দ্বিতীয়ার্ধে রোনালদোর হ্যাটট্রিকই পর্তুগিজদের জয় এনে দেয়। এই জয়ে এফ গ্রুপে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলেন রোনালদোরা। এই গ্রুপে রাশিয়া গত শুক্রবার ৪-১ গোলে হারিয়েছে লুঙ্মেবার্গকে। তাদের অর্জন ৭ ম্যাচে ১৫ পয়েন্ট।

এদিকে ইউরোপ অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, ইতালি, জার্মানি, ইংল্যান্ড, ডেনমার্ক এবং সুইডেন।

তবে ড্র করেছে ফ্রান্স এবং নেদারল্যান্ড। গত শুক্রবার আই গ্রুপে জর্দি আলবা এবং নেগ্রেদোর গোলে ফিনল্যান্ডকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে স্পেন। এই জয়ে স্পেনিয়ার্ডরা ৬ ম্যাচে ১৪ পয়েন্ট অর্জন করে গ্রুপের শীর্ষেই রইল। অন্যদিকে জর্জিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করে আরও পিছিয়ে গেল ফ্রান্স। বি গ্রুপে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ১-০ গোলে পরাজিত করেছে বুলগেরিয়াকে।

এই জয়ে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট অর্জন করে গ্রুপের শীর্ষে আছে ইতালি। আর একটি ম্যাচ জিতলেই ইতালিয়ানদের বিশ্বকাপ নিশ্চিত হবে। সি গ্রুপে জার্মানি ৩-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। এই জয়ে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই রইল জার্মানরা। এই গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা সুইডিশরা গত শুক্রবার ২-১ গোলে হারিয়েছে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রকে।

ডি গ্রুপের ফেবারিট নেদারল্যান্ড গত শুক্রবার ২-২ গোলে ড্র করেছে এস্তোনিয়ার সঙ্গে। তবে এই ড্রয়ের পরও ডাচরা ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। এই গ্রুপে রুমানিয়া ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

এইচ গ্রুপের ফেবারিট ইংলিশরা অবশেষে বিপদ থেকে মুক্ত হলো। তারা মলদোভাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষ স্থান দখল করেছে।

ইংল্যান্ডের পক্ষে দুটি গোল করেছেন ড্যানি ওয়েলব্যাক। একটি করে গোল করেছেন স্টিভেন জেরার্ড এবং রিকি ল্যাম্বার্ট। এই গ্রুপে মন্টিনিগ্রো ১-১ গোলে ড্র করেছে পোল্যান্ডের সঙ্গে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.