আমাদের কথা খুঁজে নিন

   

এক্সপেরিয়া রে এর ডিসপ্লে

আমি ২ সপ্তাহ আগে একটি এক্সপেরিয়া রে কিনেছি। আজ এক বন্ধু র কাছে এক ই সেট দেখলাম। কিন্তু ওর সেট এর ডিসপ্লে টা একটু বেশি ঝকঝকে লাগলো। দুই সেট এর ব্রাইট নেস সমান করলাম। তারপর দেখলাম দুই সেট এর রেজউলূশন এক কিন্তু আমার সেট এর ডিসপ্লে টা হাল্কা সবুজাভ একটা ভাব আসে... ক্যামেরা দিয়ে ছবি তুল্লাম... ছবিতেও হাল্কা সবুজাভ একটা ভাব... এটা কেন হচ্ছে কেউ বলবেন? এটা কি সেটিং এর কোন অপশন থেকে ঠিক করা যাবে গুগল প্লে থেকে আমি এপিকে ডাউনলোডার দিয়ে সফট নামিয়ে সেট এ ইন্সটল করি। কিন্তু কিছু কিছু গেম চালাতে গেলে বলে ওয়াইফাই দিয়ে আরও ১০০/২০০ মেগা নামাতে... এটা কি ল্যাপটপ এ নামানো যাবে??? কিভাবে???? আর ব্রিক হউয়া সেট কি আনব্রিক করা যায়??? আমি আমার ল্যাপটপ কে রাউটার বানিয়ে ওয়াইম্যাক্স এর সাহায্যে নামাতে চাই কিন্তু পারছি না.।আমি কানেকটিফাই.. ভারচুয়াল রাউটার সব ব্যবহার করেছি কিন্‌তু কাজ হয় নাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.