আমাদের কথা খুঁজে নিন

   

ঝগড়া বন্ধের তাবিজ

প্রথমত আমি খুবই বন্ধুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের পাশাপাশি টু্রিজমের উপর কাজ করার ইচ্ছা আছে আমার। এ ব্যাপারে কেউ সাহায্য করলে চির কৃতার্থ থাকব। http://www.facebook.com/saintmartinbangladesh আমাদের এক ধোপী ছিল, কাপড় ধুয়ে দিত। কিন্তু সে ছিল ভারী ঝগড়াটে।

সে একবার এসে আমার বোনের কাছে তার ছেলের বউদের বদনাম করছিল, বলছিল আমার বউরা আমার সাথে ভীষণ ঝগড়া করে। আমাকে এমন একটা তাবিজ দাও যেন তারা সকলে আমার গোলাম হয়ে যায়। আমার বোন বলল, ঠিক আছে। তারপর সে একটি কাগজে কিছু লিখে কোন রকম ভাজ করে তার হাতে তুলে দিল। হাতে তুলে দিয়ে বলল তোমার বউয়েরা যখন তোমার সাথে ঝগড়া করতে শুরু করবে তখন তুমি এই তাবিজটি দাঁতের মাঝখানে দাঁত দিয়ে চেপে রাখবে।

দাঁত ফাকা হতে দিবে না। এভাবে এক সপ্তাহ করবে দেখবে তারা তোমার গোলাম হয়ে যাবে। এক সপ্তাহ পর সে ভীষণ হাসি খুশি। আমার বোনের কাছে এসে বলল: সাহেবা! আমার ঘরের সব ঝগড়া শেষ। অথচ সে নিজেই ছিল ঝগড়ার প্রধান।

এখন তার ঘরের সব ঝগড়া শেষ। কারণ সে জিহবার নিচে তাবিজ দিয়েছিল, সে ভেবেছে তাবিজের ভিতরে এমন কিছু আছে যার দ্বারা নিজে নিজে ঝগড়া বন্ধ হয়ে যাবে অথচ তাবিজ যা করেছে সেটা হল ঝগড়ার সময় তার মুখ বন্ধ রেখেছে। আমাদের সমাজে অনেক সংসার ধ্বংস হয় মুখের কারণে, ছোটখাট বিষয় নিয়ে তুলকালাম কান্ড ঘটে যায়। তাই বিয়ের পর ছেলে পক্ষ মেয়ে পক্ষ সবার উচিত সুন্দর ব্যবহার করা তবেই পরিবারে শান্তি নেমে আসবে। সৌজনে: আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।