আমাদের কথা খুঁজে নিন

   

ঝগড়া নয় শান্তি চাই



১মে একটি জোক্স দিয়ে সুরু করি ৫বছর বয়সী আরিব তার আব্বুকে জিজ্ঞাসা করল, আব্বু টিভিতে দেখলাম সরকারিদল, বিরোধী দল, নাগরিক, ভবিষ্যৎ, শাসন-শোষন এগুলো বলতে। এগুলোর মানে কি? পিতা উত্তর দিল- দেখ আমি ঘর চালাই, তাই আমি হলাম সরকার। তোমার আম্মু সারাক্ষ্ণ আমার সাথে ঘ্যানর-ঘ্যানর করে তাই তোমার মা বিরোধী দল। আর তোমার বোন এখনো ছোট তাই সে জাতির ভবিষ্যৎ। কাজের মেয়ে রহিমাকে সারাক্ষন বিভিন্ন বিষয়ে হুকুম করি এটা হল শাসন।

সারাদিন কাজ করতে করতে সে মরে যাচ্ছে তবুও তার কোনো সুনাম নাই, এটাই হল শোষণ। এবং তমি সবার অবস্থা দেখতেছো তাই তুমি জনগন। তার কিছুক্ষণ পর মেজো মামার ফোন করে। আরিব ফোন রিসিভ করলে মামা জিজ্ঞাসা করল তোমরা কেমন আছো? আরিবের জটপট উত্তর দিলো- সরকার ঘুমাচ্ছে। বিরধী দল তার জায়গা মতে আছে।

জাতির ভবিষ্যৎ কান্না করছে। শোষিত শ্রেণী শোষিত হচ্ছে। আর জনগন তা সবি দেখতেছে। বর্তমান দেশের অবস্থা এমন হাল হয়েছে তা উপরের উল্লেখিত কৌতুকের মত। বর্তমান সরকার যেমন গদী ধরে বসে আছেন, তেমনি বিরোধী দল ্গদী ছাড়াতে ব্যাস্ত।

আর মাঝ খানে পড়ে আমরা সাধারন জনগন মার খায়। এটা যেনো এখন নৈমিত্তিক ব্যাপার। আমরাই মরছি- শোষিত হচ্ছি। তারা দুজনেই ঠিক অক্ষত আছেন তাদের নিজ নিজ এসি রুমে। কই তাদের ছেলে-মেয়ে, নাতি-নাত্নী কেউতো মাঠে নেই? যা মরে সাধারন জনগন।

তারা বলে আমাদের স্বার্থে নাকি হরতাল- অবরোধ? কিন্তু প্রশ্ন করতে চাই তবে আমাদের গায়ে কেন আগুন? গাড়ীতে কেন আগুন? আমরা কেন বার্ন ইউনিটে শুয়ে বসে কাঁদব? কেন আমাদের সর্বস্ব কেড়ে নিচ্ছেন? আমরা কি ক্ষতি করেছি আপনাদের? আমরাতো আপনাদের পাতের ভাত নিইনি। জনগন সচেতন হোন। নেতা- নেত্রীদের কথায় নিজ ভাইদের জান-মাল নিয়ে রক্তা-রক্তি করবেন না। নিজ ভাই-বোনদের গায়ে- গাড়ীতে আগুন দিবেন না। মরলে যারা আপনাদের কাঁধে নিবেন তাদের সাথে ঝগড়া না করে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যান।

দেশকে ভালবাসুন দেশের মানুষকে ভালবাসুন। আর একবার বলুন আর যুদ্ধ নয় শান্তিতে বাঁচতে চাই। আমাদের শান্তিতে বাস করতে দিন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।