আমাদের কথা খুঁজে নিন

   

সংকট

জীবন অনেক সুন্দর, তবু অনিচ্ছাতে জীবনটাকে নষ্ট করে ফেলি। শুণ্য পথে আমি একা চেয়ে থাকি, সারাটা পথ আমি একাকী চলি। আমায় ঘিরে কোন কায়া নেই, নেই কোন মিষ্টি সুরভিত বাতাস। গনগনে তপ্ত সূর্যতলে আমি ছায়াহীন সম্পূর্ণ একা। ।

আমি ক্লান্ত দেহে-অস্থির মনে ছায়াহীন, সাথিহীন শুধুই একা। অস্তিত্বের চরম সংকটে- আমি অপেক্ষায় আছি কোন এক মহাপ্রাণ ত্রাতার, যে-কিনা আমার অস্তিত্বের এই দ্রুত অবনমনকে রুখে দেবে, করে তুলবে পূর্ববত সংকটহীন, আমার একা পথে এসে সঙ্গ দেবে। ধ্বংসের প্রান্তসীমা থেকে আমায় সে রক্ষা করবে- পুণ:জীবন দেবে। হায়, আমি শুধু একা পথ চলি! আমার পথে কেউ নেই, কেউ আসে না, উদাসীন পথে আমি একা পড়ে থাকি, সেই ত্রাতা আসে না আর আমার বিমোক্ষণে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।