আমাদের কথা খুঁজে নিন

   

ঘোলাটে আয়না . . .

আমি কাল্পনিক তবে অবাস্তব নই, আমি দুঃখকে কল্পনার সুখে রূপান্তর করি...... ঘোলাটে আয়নার পাশে দাড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগে আবছা আলোর মাঝে খুব সহজেই ঢাকা পরে যায় চার পাশের সব নোংরা আবর্জনা পৃথিবীটাকে অদ্ভুত সুন্দর মনে হয় সেই সৌন্দর্যকে পুজি করেই রচনা করি নিত্য নতুন ছড়া-কবিতা-গান লাল নীল রঙে সাজিয়ে তুলি দৃশ্য কল্প প্রতিটি রঙের ছটা দেখলে মনেই হবেনা যে, অন্ধকার তাকে গ্রাস করতে পারে রঙের জাদুমাখা অদ্ভুত এই জগতের চতুর প্রাণী হয়ে বেঁচে থাকতে খুব বেশি গর্ব হয় গর্ব আর আহামিকায় বার বার ভুলে যাই ঘোলাটে আয়না সবসময় ঘোলা থাকেনা নোংরা আবর্জনাগুলো কখনো আগুন হয়ে জ্বলতে শুরু করে একসময় পুরে ছারখার করে দেয় সব মিথ্যে কথার পুথি লালসার রঙ মাখা রঙিন স্বপ্ন একসময় ঘোলাটে আয়নার পাশে দাড়িয়ে থাকা বিভ্রান্ত মানুষগুলো দেখতে থাকে ভোরের আলোক ঝলমল রোদ্দুর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.