আমাদের কথা খুঁজে নিন

   

ঘোলাটে অতীত

আধা পাগলের লেখা লেখি... হয়তো শুধুই মস্তিস্ক বিকৃতি... ঘোলাটে অতীত বার বার সামনে এসে দাড়ায়... বার বার এক হ্যাঁচকা টানে নিয়ে যায় সেই ফেলে আসা অতীতে... ঝাপসা করে দিয়ে যায় বর্তমান টাকে... যা ভুলবার তা কখনোই ভুলা যায় না... সুযোগ পেলেই সামনে এসে দাড়ায়... শুরু হয় দু'চোখের বৃষ্টি... একসময় বৃষ্টি থেমে যায়... রোদ হয়তো উঠে, হয়তো ওঠে না... কাঁদা ভরা মনটা তখনো যে নরম... হয়তো আবার বৃষ্টির পরশে ভেসে যাবে নয়তো রোদ্রে শুকিয়ে যাবে... তবু অতীত সামনে এসে দরজায় কড়া নাড়লে বর্তমানটা বারে বারে ঝাপসা হয়ে যায়.... আর যা মনে রাখবার তা কিভাবে, কোথায় যেন হারিয়ে যায়... পড়ে থাকে ছাই-ভস্ম, কখনো বা দমকা বাতাসে মুছে যায় সেসব চিহ্ন... তবু পথ চলি... বাকের পর বাক এড়িয়ে হেঁটে যাই... কেউ বা পথের বাকে হারিয়ে যাই... কেউ পথ টাকেই সঙ্গি ভেবে চলতে থাকে... শত বিনিদ্র রাত্রি... শত ক্রন্দন ও অশ্রু বর্ষণ... তবু পথ চলা... সুখ খুজে বেরানো... হয়তো কেউ পায়, কেউ পায় না... কেউ বা পেয়েও হারায়... হয়তো কোন একদিন এসে মনে হয় অজস্র ভুলের মাশুল আজকের এই পথচলা... তবু বর্তমান টাই সঙ্গি... বর্তমান কিছু দেয়, কিছু কেড়ে নেয়... অতীত রেখে যায় আর্তনাদ, সুন্দরের সমাপ্তি... আর ভবিষ্যৎ?? সে চিরকাল ই অজানা......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.