আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরের সংজ্ঞা

তুমি আকাশ দেখে বলো -সুন্দর আমি দেখি শূণ্যতা তুমি পাখিদের ডাক শুনে বলো -সুন্দর আমি শুনি দূর্বোধ্য ভাষাহীন ধ্বনি তুমি ফুল দেখে বলো -সুন্দর আমি দেখি শুধুই ঝোপঝাড় কাটা তুমি প্রজাপতি দেখে বলো -সুন্দর আমি দেখি শুয়োপোকা, ছুঁলেই ঘা; তোমার এলো চুল দুরন্ত বাতাসেরা করেদিলে এলোমেলো তুমি মুখ থেকে সরাতে সরাতে ওদের বলো -অসহ্য আমি বলি সুন্দর, এর থেকে সুন্দর আর কিছু না |

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।