আমাদের কথা খুঁজে নিন

   

আমি সুন্দরের জন্য মৃত

বিস্ময় মুছে দিও না...

মূলঃ এমিলি ডিকেনসন অনুবাদঃ মিটুল আমি সুন্দরের জন্য মৃত; কিন্তু কী বিরূপ কবরে নিজেকে সমন্বিত করা যখন একজন যে সত্যের জন্য মৃত শায়িত লাগোয়া কক্ষে। সে মৃদু স্বরে প্রশ্ন করে কেনো আমি ব্যার্থ? "সুন্দরের জন্য" উত্তর দেই; "এবং আমি সত্যের জন্য" সে বলে, "দু'জন সমরূপ; আমরা সহোদর"। অতঃপর পরম আত্মিয়ের মতো আমরা কথা বলে চলি- যতোক্ষন না মস্ আমাদের দেহ এবং নাম চিরতরে ঢেকে দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।