আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরের পূজো!

আ মা র আ মি

গতকাল পূজোয় গেছিলাম, প্রতিমার পূজোয়। নিয়ম কানুন তো জানি না ঠিকমতো, তবু উৎসব আর সুন্দরের আহবান আমারে ডেকে নিয়ে গেছিলো হাত ধরে। আমি নিয়তিতে বিশ্বাস করি, নিজেকে খানিকটা প্রগতিশীল মনে করেও, স্বাভাবিক দ্বান্দ্বিকতার নিয়মেই। এ নিয়ে হয়তো কারও কোন বিশাল আপত্তি থাকতে পারে, তবু আজ সে কথা থাক, আজ আমি সুন্দরের গলপ বলবো। পূজোয় গিয়ে বুঝলাম, নিয়তি আমারে ভালোবাসে অনেক।

নিরব প্রতিমার পাশে সে আমারে এক অদ্ভুদ সুন্দর জীবন্তপ্রতিমা দেখালো অতি যতনে। আমি তাকিয়ে ছিলাম অপলক শুধু। আমার পাশের বন্ধুটা আমারে বললো, আরে, এর সিঁথিতে তো সিঁদুর! আমি হেসে বললাম, তাই তো সে আরও সুন্দর। আমি সুন্দর ভালোবাসি, নিয়তি আমারে যতটা হয়তো তারচেয়ে খানিকটা বেশি। আমি বললাম, সুন্দর সে সুন্দর, যেখানেই থাকুক-যখন-যেমনই।

আমরা সবাই শুধু সুন্দরটা পেতে চাই নিজের মতো করে, সাজাতে চাই, আর তাতেই এত জটিলতা। তারচেয়ে এই ভালো শুধু সুন্দরের বন্দনা। আর এই কথাগুলো বলতে বলতে আমি টের পাচ্ছিলাম বুকের মধ্যে ভেঙ্গে পড়ছে কি যেন এক, অবিরাম মনের মধ্যে সাজাচ্ছে প্রতিমা ইচ্ছেমতো। কি অদ্ভুদ দ্বান্দ্বিকতায় সুন্দরের পূজো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।