আমাদের কথা খুঁজে নিন

   

ইসরাইলের বিরুদ্ধে এবার হামাসের মারাত্মক রকেট হামলা শুরু

ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরে ১০টি গ্রাদ রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরাইলি বাহিনীর বিমান হামলায় অন্ততঃ ছয় ফিলিস্তিনি শহীদ হওয়ার পর হামাস এ হামলা চালালো। হামাসের মুখপাত্র বলেছেন, "ইহুদিবাদী ইসরাইলের অপরাধের জবাব হলো রকেট হামলা। তারা যদি আরো বিমান হামলা চালায় তাহলে রকেট হামলাও অব্যাহত থাকবে। " হামাস নিশ্চিত করেছে, ২০১১ সালের এপ্রিল মাসের পর এই প্রথম তারা ইসরাইলের অভ্যন্তরণে এত দীর্ঘ পাল্লার রকেট নিক্ষেপ করল।

হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় টানা দ্বিতীয় দিনের মতো ইসরাইলি বিমান হামলা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে হামাস গ্রাদ রকেট হামলা চালাচ্ছে। এদিকে, মঙ্গলবার দিনের প্রথম দিকে দেইর আল-বালাহ শহরে ইসরাইলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সোমবার ইহুদিবাদী বিমান হামলায় বেইত হানুন শহরে বিমান হামলায় শহীদ হয়েছিলেন চার ফিলিস্তিনি। এ ছাড়া, মঙ্গলবার সকালের দিকে উগ্র ইহুদিরা পশ্চিমতীরের জাবা এলাকার একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। চলতি মাসের ১৩ তারিখে ইসরাইলি প্রেসিডেন্ট শিমন পেরেজকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকার সর্বোচ্চ বেসামরিক পদকে সম্মানিত করার পর গাজায় এ বর্বর হামলা শুরু করেছে তেল আবিব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.