আমাদের কথা খুঁজে নিন

   

তুরস্কে ইসরাইলের গোপন গোয়েন্দা ঘাঁটি!

ডিপ্লমেসি ইজ নট সামথিং য়ু ক্যান লার্ন অ্যাট ইসকুল অর ইন দ্য ফরেন সার্ভিস। আ ডিপ্লম্যাট ইজ আ পারসন হু ক্যান টেল য়ু টু গো টু হেল অ্যান্ড অ্যাকচুয়ালি মেক য়ু লুক ফরওয়ার্ড টু দি জার্নি

ইসরাইলের বিরুদ্ধে তুরস্কের রাজধানী আঙ্কারার গোপন ঘাঁটি থেকে ইরান ও সিরিয়ার ওপর গোয়েন্দা নজরদারির অভিযোগ উঠেছে। তুরস্কের ক্ষমতাসীন দলের একটি সূত্র রাশিয়ার ‘মিগনিউজ’ কে এ তথ্য জানায়। তুরস্কের ক্ষমতাসীন দলের বরাত দিয়ে ‘মিগনিউজ’ জানায়, ইরান এবং সিরিয়ার যোগাযোগ নেটওয়ার্কের ওপর নজরদারির জন্য ইসরাইলি গোয়েন্দারা আঙ্কারার সামরিক সদরদপ্তর থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ‘ইলেক্ট্রিক মনিটরিং স্টেশন’ পরিচালনা করে আসছে। সূত্রটি জানায়, ‘সিগনালস ইন্টিলিজেন্স স্টেশনটি’ ইসরাইলি গোয়েন্দাদের দ্বারা পরিচালিত হয়ে আসছে এবং সেখানে তুর্কি কর্মকর্তাদের নিয়ন্ত্রণ নেই বললেই চলে।

এদিকে তুর্কি জনরোষে পড়ার আশঙ্কায় ইসরাইলি সামরিক কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। প্রসঙ্গত, ইসরাইলের গোয়েন্দা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার এটিই প্রথম ঘটনা নয়। দেশটির গোয়েন্দারা দীর্ঘ সময় ধরে জর্ডান, লেবানন, ইরান, সুইজাল্যান্ড এবং যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভিন্নমতাবলম্বী রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বদের হত্যায় বহু সন্ত্রাসী অভিযান চালিয়ে আসছে। গত ১২ জানুয়ারি বোমা বিস্ফোরণে ইরানের পরমাণু বিজ্ঞানী মাসুদ মোহাম্মাদি নিহত হওয়ার পিছনে ইসরাইলি গোয়েন্দারা জড়িত বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত বছর অক্টোবরে সৌদি আরবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ইরানের পরমাণু বিজ্ঞানী শাহরাম আমিরি।

মার্কিন অথবা ইসরাইলি গোয়েন্দারা তাকে অপহরণ করেছে বলে মনে করা হয়। সাম্প্রতিক সময়ে ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে ইসরাইলি গোয়েন্দারা বেশ তৎপর রয়েছে। ইসরাইল ইরানি পরমাণু স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছে এবং দেশটি ইতোমধ্যেই এই উদ্দেশ্য সামরিক মহড়া সম্পন্ন করেছে। ২০০৯ সালে ইসরাইলি প্রেসিডেন্ট শিমন পেরেজ ইরানের প্রতিবেশী দেশ আজারবাইজান সফরে দেশটির সঙ্গে গোয়েন্দা সুযোগ-সুবিধা সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেন। ওই চুক্তির আওতায় ইসরাইল আজারবাইজানে স্পাইওয়ার স্থাপন, স্যাটেলাইট প্রকল্প বাস্তবায়ন এবং চালকবিহীন বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি পায়।

ইসরাইলি দৈনিক ‘হা’রেটজ’ আজারবাইজানে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্থার লেঙ্কের উদ্ধৃতি দিয়ে জানায়, চার বছর ধরে চলে আসা আলোচনার মাধ্যমেই এই চুক্তিতে পৌঁছা সম্ভব হয়েছে। তুরস্কে ইসরাইলের গোপন গোয়েন্দা ঘাঁটি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.