আমাদের কথা খুঁজে নিন

   

ইসরাইলের ঘৃণিত কাজ



আমাদের পবিত্র মসজিদ আল-আকসাতে ইহুদিরা আজান বন্ধ করে দেয়ার চেষ্টা করছে। আজকে আমি ব্লগার ভাইদের অনুরোধ করব তারা যেন একটু চিন্তা করে দেখেন। আজকে ফিলিস্তিনি ভাইদের এই করুন অবস্থা কালকে আমাদের হতে পারে । ইন্ডিয়াতে বাবরী মসজিদ নিয়ে যে ঘটনা ঘটল তা হয়ত সবারই কোম বেশি জানা। তারা যদি সত্তি আমাদের বন্ধু রাষ্ট্র হত তাহলে এই বাবরি মসজিদ নিয়ে এত ঘটনা হত না।

আজকে আমরা বিভক্ত হয়ে আমাদের কি লাভ হয়েছে আপনারাই বলুন? আমেরিকা যখন ইরাক আক্রমন করল তখন ইরান আমেরিকাকে সাহায্য করল। অথচ কুরআন পাকে আল্লাহ (সুবা) এরশাদ করেন (They are) those who, if We establish them in the land, establish regular prayer and give regular charity, enjoin the right and forbid wrong: with Allah rests the end (and decision) of (all) affairs. (সুরা হজ্জ -৪১) Allah has promised, to those among you who believe and work righteous deeds, that He will, of a surety, grant them in the land, inheritance (of power), as He granted it to those before them; that He will establish in authority their religion - the one which He has chosen for them; and that He will change (their state), after the fear in which they (lived), to one of security and peace: ‘They will worship Me (alone) and not associate aught with Me. ‘If any do reject Faith after this, they are rebellious and wicked. (সুরা নূর-৫৫) আর-রাহিকুল মাখতুমে কালকে নবীজির সিরাত পরতে পরতে আমি আমার কয়েকটি প্রশ্নের উত্তর পেলাম । ১। মুসলিম উম্মার নিরাপত্তা ১০০% নিশ্চিত করা। ২।

ইসলামের দাওয়াটা পুরো বিশ্ব ব্যাপির কাছে ছড়িয়ে দেওয়া। ৩। সত্য প্রতিষ্ঠা করা এবং মিথ্যাকে পুরোপুরি বাতিল করা। ৪। নামাজ কায়েম করা।

৫। যাকাত কায়েম করা। কিন্তু এই গুলো কি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়েছে? আজকে একজন রিক্সা আলা নামাজ পরতে পারেনা এই কারনে যে তার রিকশা চুরি হয়ে যাবে বলে। আজকে আমাদের বোনেরা পর্দা না করার কারনে ইভটিজিং এ হয়রানি হচ্ছে। আজকে যাকাত না দেওয়ার কারনে আমাদের দারিদ্রতা দিন দিন বারছে।

. Verily We have granted thee a manifest Victory: Al-Fath-1 আল্লাহ (সুবা) মুসলিমদের কে বিজয় ঘোষণা করেছেন। তিনি কখনই কাফিরদের কে বিজয় দান করিবেন না। আজকে সাদ ইবনে মুয়াজ (র) এর মতো সেনাপতি দরকার জিনি রাসুল (স) কে এবং তার উম্মতদের কে নিরাপত্তা দিয়েছেন। আজকে ফিলিস্তিনি বিপদে কাল আমাদের দেশেও হতে পারে। কোথাই সেয় সাদ ইবনে মুয়াজ কোথাই সেয় সালাউদ্দিন আয়ুবি যিনি ইহুদিদের হাত থেকে ফিলিস্তিনিদের উদ্ধার করেছিলেন।

এটাই কি গনতন্ত্রের বিজয় নাকি মুসলিমদের কে বিভক্ত করা আর মুসলিমদের কে দিয়ে মুসলিমদের কে হত্যা করা। আমেরিকা এখন ফিলিস্তিনিদের সান্তি প্রতিষ্ঠা করতে পারলনা, কাশ্মির মিমাংশা করতে পারলনা, একজন মানুষের জন্য আফগানিস্তান ,ইরাক এবং পাকিস্তানে প্রকাশ্য আক্রমন। আপনারা কি ভেবছেন তারা কি আমাদের এই শোনার দেশে কি ছেড়ে দেবে। যেখানে কিনা চালের উপরে লাউ ধরে, এত রাষ্ট্রদুত কেন আসছে? শত্রু রা কাউকে ছোট ভাবে দেখে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.