আমাদের কথা খুঁজে নিন

   

বিপন্ন রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ান!

পৃথিবীতে মুসলিম জাতির অস্তিত্ব আজ বহুমুখী আগ্রাসন, নিষ্ঠুর নির্যাতন ও ভয়াবহ বিপদের সম্মুখীন। পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ একে একে মুসলিম দেশগুলিকে গিলে ফেলতে চেষ্টা করছে। আফগানিস্তান-ইরাক-লিবিয়া পদানত ও লুণ্ঠিত, ফিলিস্তিন নিষ্পেষিত, মধ্যপ্রাচ্য বশীভূত। মুসলমানদের ওপর আক্রমণের জন্যে একেক সময় একেক অজুহাত তৈরি হচ্ছে, কোথাও উস্কে দেয়া হচ্ছে গৃহযুদ্ধের আগুন। সচেতন মুসলমানরা নিঃসন্দেহ যে, এগুলি বিচ্ছিন্ন ঘটনা নয়, বিশেষ কোনো দেশ বা অঞ্চলের সমস্যা নয় – বরং গোটা মুসলিম উম্মাহর অস্তিত্বের সঙ্কট।

আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের আরাকান রাজ্যে লাখ লাখ মুসলমান যুগ যুগ ধরে নিহত ও নির্যাতিত হয়ে আসছে। শত শত বছর ধরে সেখানে বসবাস করা সত্ত্বেও সে দেশের জান্তা সরকার তাদেরকে নাগরিক বলে স্বীকার করছে না। দাঙ্গাবাজ বার্মিজ ও সরকারি সৈন্য একত্র হয়ে ঘরবাড়ি-দোকানপাট আগুনে পুড়িয়ে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চেষ্টা করছে। প্রাণ বাঁচাতে বহু মানুষ পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিতে চাইছে। কিন্তু আমাদের সরকার এই আশ্রয়প্রার্থী, মযলুম মানুষদেরকে ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে আটক করছে এবং ফেরত পাঠাচ্ছে সেখানেই, যেখানে তাদের জন্যে উদ্যত হয়ে আছে বন্দুক, যেখানে মৃত্যু ছাড়া আর কেউ তাদের জন্যে অপেক্ষা করছে না।

ফলে অসহায় নারী-শিশু-বৃদ্ধদের নিয়ে গৃহহারা ও নিরাশ্রয় হাজার হাজার মানুষ সমুদ্রে ভাসছে – তাদের খাবার নেই, পানীয় নেই, আশ্রয় নেই, আশা নেই। আমরা বাংলাদেশ সরকারের এ আচরণকে অমানবিক বলে মনে করছি এবং আহবান জানাচ্ছি – সীমান্ত খুলে দিন! মীমাংসা পরে হবে, আগে মানুষ বাঁচান! অতঃপর বাংলাদেশের জনগণের উদ্দেশে নিবেদন – প্রতিবেশীর ঘরে আগুন লাগলে তার সাহায্যে এগিয়ে আসা যেমন প্রতিবেশী সবার দায়িত্ব, মিয়ানমারের শরণার্থী মুসলমানদের প্রতিও আমাদের তেমনি দায়িত্ব রয়েছে। পবিত্র কুরআনে বলা হয়েছে – ‘নিশ্চয়ই সকল মুমিন পরস্পর ভাই ভাই। ’ আল্লাহর রাসূল সা. বলেছেন – ‘সমস্ত মুসলিম একটি দেহের মতো, এর কোনো অংশে আঘাত লাগলে পুরো দেহই বেদনার্ত হয়ে পড়ে। ’ কুরআন-সুন্নাহর এ বৈশ্বিক ভ্রাতৃত্বের চেতনা অনুযায়ী আরাকানের মযলুম মুসলমানদের জন্যে আমরা গভীর সমবেদনা বোধ করছি এবং তাদের ওপর অমানুষিক নির্যাতন ও বর্বরতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সেই সঙ্গে হৃদয়বান দেশবাসীর প্রতি উদাত্ত আহবান পেশ করছি – সমুদ্রে ভাসমান এ অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসুন! সাধ্যমতো দ্রুত খাবার, পানীয়, পোশাক ইত্যাদি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়ে এ বিপন্ন মানুষদের প্রাণ রক্ষায় সাহায্য করে মৌলিক ও মানবিক দায়িত্ব পালন করুন। আরাকানের মযলুম মুসলমানদের জন্যে আমরা আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করছি এবং তাদের প্রতি বিশ্বের বিবেকবান মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.