আমাদের কথা খুঁজে নিন

   

বিপন্ন শহর

আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল

বিপন্ন শহরের এই পথে আজো রয়ে গেছে বিলুপ্ত সহস্র জীবনের ছাপ। সভ্য আত্মার কৃত্রিম ছায়ায় বেড়ে উঠেছে আগামীর বিশুদ্ধ দুঃস্বপ্ন,পাপ। অন্ধকারে ছায়া হারিয়ে আদিম ক্ষতে নাকে আসে বিদঘুটে দুর্গন্ধ, ব্যথা। সাপের খোলসের মত স্বভাব রাঙিয়ে প্রতি রাতে অবশেষে স্বস্তির নিশ্বাস। চৌরাস্তায় গতি হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি নিশাচর দার্শনিক কুকুর এসময় শ্রাব্যতার সীমার ওপাশে শুনতে পায় আদি আত্মার মানবিক আস্তিক আর্তনাদ। এখানে যৌনতা লুকিয়ে! মন আর দেহ মিলে রূপ দেয় সামাজিক মুখোশের নারী আর পুরুষে মিশে ওরা আজ পরিণত এক উদ্ভট উভয় লিঙ্গের প্রাণী। তবু বৈষম্যে ও সংঘাতে মারা যায় সংগ্রামী, নতজানু অনেকে মিথ্যা ভ্রমে। বিপন্ন শহর দেয়ালে এখনো বঞ্চিত সহস্র ওদেরই অহেতুক মৃত্যুর অভিশাপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.