আমাদের কথা খুঁজে নিন

   

গোয়ালপরীয়া লোকগীতি সঙ্কলন

ভবের খেয়া এবার বাওয়া হইল আমার শেষ; এবার তরী ভাসিয়ে দিলাম পরপারের দেশ । । গোয়ালপরীয়া লোকগীতি সঙ্কলন ১। আরে গাও তোল – কল্পনা চৌধুরী ২। আরে গেইলে কি আসিবেন – প্রতিমা বরুয়া পাণ্ডে ও ভুপেন হাজারিকা ৩।

আরে ফুল মহরা – কল্পনা চৌধুরী ৪। আজি দাঁড়াও কালা – প্রতিমা বরুয়া পাণ্ডে ৫। আজি উড়াইল যুবতীর পায়রা রে - কল্পনা চৌধুরী ৬। বাপ চেঙ্গেরা রে – ধনদা পাঠক ৭। ছাড়িয়া না যাইস রে – ভুপেন হাজারিকা ৮।

ছাড়িয়া না যাইস রে - কল্পনা চৌধুরী ৯। ধিক ধিক ধিক মইশাল রে – প্রতিমা বরুয়া পাণ্ডে ১০। ড্যাং ধরি ড্যাং – রামেশ্বর পাঠক ১১। গভুর বয়স - কল্পনা চৌধুরী ১২। গদাধরের পারে পারে - ধনদা পাঠক ও রামেশ্বর পাঠক ১৩।

হস্তীর নড়ান হস্তীর চড়ান – বাসুদেব দাস বাউল ১৪। কদম তলায় – ধনদা পাঠক ১৫। কলঙ্কিনী রাধা – বাসুদেব দাস বাউল ১৬। কুরুত কুরুত করকা বাজে - কল্পনা চৌধুরী ১৭। কুরুত কুরুত করকা বাজে - রামেশ্বর পাঠক ১৮।

ও মোর সাধুরে সাধু - রামেশ্বর পাঠক ১৯। সোনা হেন - কল্পনা চৌধুরী ২০। তোমরা গেইলে কি আসিবেন – ভুপেন হাজারিকা কোয়ালিটি - ১২৮ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ৬৫ মেগাবাইটস ডাউনলোড - গোয়ালপরীয়া লোকগীতি সঙ্কলন  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।