আমাদের কথা খুঁজে নিন

   

গাধা সাহিত্যিক

ভালো মানুষ হতে চাই"-উত্তরটা এমনি ছিল। ছোট্ট একটা মুখ থেকে এমন উত্তর পেয়ে নিজেকে কাঠগোড়ায় দাঁড় করালাম,কীসের পেছনে ছুটছি এতো!! মানসশৈত্যজবিভবলব্ধতাড়নাপ্রসূতজান্তবপ্রবৃত্তিহেতু এক নিঃস্বপ্ননিদ্রাভিলাষী একটু অন্ন্যভাবে উপস্থাপন করি... যদি ও আমার অনুভূতি গুলো এই রকমের নয়... আমি হচ্ছি ৩য় স্রেনীর সাহিত্যিক, যাদের কে সাধারণর গাধা সাহিত্যিক হিসেবে আমরা চিনি। যারা সাধারণত ভালবাসার বিষয় বস্তু নিয়ে লেখালেখি করে, যারা প্রতিটি ঘটনা কে প্যাচ খাওয়াতে পছন্দ করে, আমি ও সেই দলের। কিন্তু আজ আমি এটা কী করলাম... নিজের ভালবাসা মানুষ কে আজ উপদেশ দিলাম যে তুমি অন্ন্য কারর সাথে ভাল থাকবে। এটা কী করে হয়।

যদি ও কখন ও বলি নী যে আমি তোমাকে পছন্দ করি, আজ সুযোগ ছিল। কিন্তু কি করলাম আমি এটা। নিজের চুল ছিরতে ইচ্ছা করতাছে। সাহিত্য লিখতে লিখতে কবে যে আমি নিজের জীবন প্যাচ লাগাতে শুরু করলাম বুঝতে পারি নি। এই সুযোগ আর পাব না।

আজ বুঝলাম আমার অনির্ণেয় নামের সার্থকতা। পরিশেষ এ অই একখান কথা আবাও বলতে চাই তুমি খুশি থাকলে আমি খুশি থাকব, ভাল থাক সারা জীবন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।