আমাদের কথা খুঁজে নিন

   

"সরকার গাধা নয়" মাননীয় অর্থমন্ত্রীর একথা সত্যি হলেও সরকারের মধ্যে যে গাধা আছে তা নিশ্চিত

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি গতকাল বুধবার বিকেলে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে 'ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রেক্ষাপট ও কৌশলগত পরিপত্রের' ছয়টি খন্ডের মোড়ক উন্মোচনকালে সংবাদ পত্রের সমালোচনা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, "সরকার গাধা নয়"। সংবাদ পত্রে সরকারের কর্মকান্ডের সমালোচনা হওয়াতে সংবাদ পত্রের বিরুদ্ধে তার এই বিষোদগার। তিনি বলেন, পত্রিকায় সমালোচনা করে যেসব উপদেশ দেয়া হয়েছে তা কোন কাজের কথা নয়। তার মতে, "গণমাধ্যমগুলো কোন ভালো পরামর্শ দিতে পারেনা"। আমাদের বিশ্বাস সংবাদ পত্র সরকারের তৃতীয় নয়্ন, যে নয়নে লোক চক্ষুর অন্তরোলে থাকা সরকারের ভিতরে থাকা দূর্নীর্তি, অন্যায়, অসামঞ্জস্যতা সরকারের গোচরে আনা।

হতে পারে তা কখনো কখনো কারো বিরুদ্ধে যেতে পারে। তাই বলে পত্রপত্রিকায় সমালোচনা হলেই তার জন্য সরকারের গ্রাত্রদাহ হবে এমনটি যারা ভাবেন তারা নিজেরাই গাধা কিনা তা বিবেচনায় আনতে হবে। আমাদের দৃঢ় বিশ্বাস সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু গাধার জন্যই সরকারের সমালোচনা করতে বাধ্য হয় গণমাধ্যম। আর তাতে রুষ্ঠ হয়ে সংবাদকর্মীদের দমন পীড়নে পিছপা হননা সেই সকল তথাকথিত গাধারা। পরে অবশ্য তার জন্য ক্ষমা প্রার্থনা করেন।

যে যাই বলুক না কেন, তার কথার রেশ ধরে আমরা ও বিশ্বাস করতে চাই "সরকার গাধা নয়" তবে সরকারের মাঝে লুকিয়ে থাকা গাধাদের প্রকাশ্যে এনে যথাস্থানে তাদের নির্বাসিত করেলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেই আমাদের বিশ্বাস।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.