আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে রাশিয়া

সিরিয়ার কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে রাশিয়ার এক অস্ত্র ব্যবসায়ী। তিনি হলেন আনাতোলি ইসাইকিন। তিনি বলেছেন, ওই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমান ভূপাতিত করা যাবে অথবা জাহাজ ডুবিয়ে দেয়া যাবে। তার মতে, সিরিয়ায় চলমান সহিংসতায় সেখানে আন্তর্জাতিক সমপ্রদায় হস্তক্ষেপ করতে পারে বলে একটি আশঙ্কা তৈরি হয়েছে। তার কোম্পানির পাঠানো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ওই হস্তক্ষেপ চেষ্টাকে মোকাবিলা করা হতে পারে।

আনাতোলি ইসাইকিন হলেন রাশিয়ার রোসোবোরোন এক্সপোর্টের মহাপরিচালক। তিনি নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব ঘটনা খুলে বলেছেন। তিনি বলেছেন, তার এ তথ্য প্রকাশ করা কোন হুমকি দেয়ার সমতুল্য নয়। এটা একটা সতর্কতা। তিনি বলেছেন, আমি বলতে চাই- এ ম্যাকানিজম সত্যিকার অর্থে একটি ভাল প্রতিরক্ষা ব্যবস্থা।

আকাশ বা সমুদ্র পথে হামলা হলে তা ঠেকানোর একটি নির্ভরযোগ্য ব্যবস্থা। তবে তিনি এ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও পাঠাননি। এখন তা শিপিং করা হচ্ছে। ফলে এ প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়ার হাত পর্যন্ত যে পৌঁছবে সে বিষয়ে কোন নিশ্চয়তা নেই। কারণ, সিরিয়া ইস্যুতে এরই মধ্যে পশ্চিমা বিশ্ব রাগান্বিত।

তারা চাইবে না সিরিয়া এখন এমন কোন অস্ত্র হাতে পাক। তবে ইসাইকিন মনে করেন, সিরিয়ার কাছে এই প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোয় আন্তর্জাতিক সমপ্রদায় প্রচণ্ড চাপে পড়বে, যারা চায় সিরিয়ার ওপর আরও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে। কিন্তু প্রায় এক সপ্তাহ আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি সমর্থন হালকা করে ফেলবে। তিনি এখন পতনের মুখে রয়েছেন। তার পাশে আর বেশিদিন থাকবে না রাশিয়া।

ওদিকে সিরিয়ায় ক্রমাগত অস্ত্র সরবরাহ দিয়ে যাচ্ছে রাশিয়া। সামপ্রতিক রিপোর্ট অনুযায়ী, পানিতে ও স্থলে চলতে পারে এমন উভচর একটি যান পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। পাশাপাশি তারা সামরিক স্থাপনার বিষয়েও সিরিয়াকে নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা পাঠানোর কথা বলে। ওদিকে ক্রমবর্ধমান সহিংসতার কারণে সিরিয়ায় অবস্থানরত জাতিসংঘের পর্যবেক্ষকরা শনিবার তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছেন। একে জাতিসংঘ-আরব লীগের প্রতিনিধি কফি আনানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ব্যর্থ হওয়ারই ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সিরিয়ায় নিয়োজিত জাতিসংঘের প্রধান পর্যবেক্ষক জেনারেল রবার্ট মুড জানান, অব্যাহত লড়াই গত এপ্রিল থেকে সিরিয়ায় থাকা ইউএন সুপারভিশন মিশন ইন সিরিয়া (ইউএনএসএমআইএন)’র ৩০০ নিরস্ত্র পর্যবেক্ষকদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.