আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় বোমা হামলায় নিহত ৫৬

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পেোতে রোববার সরকারি বাহিনীর বিমান হামলায় দুই চিকিৎসকসহ ৫৬ জন নিহত হয়েছে।

জানা যায়, আলেপ্পোর মাসাকেন হানানো এলাকায় হেলিকপ্টার থেকে ব্যারল বোমা নিক্ষেপ করে সিরিয়া সেনারা। এতে ৫৬ জন নিহত হয়। নিহতদের মধ্যে দুই জন চিকিৎসক এবং সাত শিশুও রয়েছে। এলাকায় স্বেচ্ছাসেবী হিসেবে স্থানীয়দের চিকিৎসা করার সময় ওই চিকিৎসকরা নিহত হন বলে আবদুল রহমান জানান।

তবে আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে আলোপ্পোতে বিমান হামলায় আরো শতাধিক লোক নিহত হয়েছিল।

রোববার সিরিয়ার বাহিনী আলেপ্পোর আশপাশের শহরগুলোতেও বিমান হামলা চালায়। মারিয়া শহরে এক বিমান হামলায় ৯ জন নিহত এবং আরো ৪০ জন আহত হয়। বেশ কয়েকটি ঘরবাড়িও বিধ্বস্ত হয়।

ওষুধ ও জরুরি চিকিৎসা সামগ্রির সঙ্কট দেখা দেয়ায় হামলায় আহতদের চিকিৎসায় সমস্যা দেখা দিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.