আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় ৯৩ লাখ মানুষের সহায়তা প্রয়োজন

সিরিয়ায় প্রায় ৯৩ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভ্যালেরি অ্যামোসের দেওয়া তথ্যের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
সহায়তাপ্রার্থী এসব মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ৪০ শতাংশ। জাতিসংঘের তথ্যমতে, সেপ্টেম্বরে সহায়তাপ্রার্থী ছিল ৬৮ লাখ। তা থেকে ২৫ লাখ বেড়ে সহায়তাপ্রার্থীর সংখ্যা ৯৩ লাখে পৌঁছেছে।


অ্যামোস জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানান, সিরিয়া-সংকট দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সিরিয়ার বিচ্ছিন্ন ও অবরুদ্ধ এলাকাগুলোতে ২৫ লাখের বেশি মানুষ বাস করে। এসব অঞ্চলের বেশির ভাগ মানুষই পর্যাপ্ত খাবার, বিদ্যুত্ ও চিকিত্সাসুবিধা থেকে বঞ্চিত।
সাহায্য সংস্থাগুলো অভিযোগ তুলেছে, সিরিয়া সরকার তাদের ভিসার ব্যাপারে বাধা সৃষ্টি করছে এবং সিরিয়ায় বিদেশি সংস্থা গোষ্ঠীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
সিরিয়ার প্রতিবেশী রাষ্ট্র জর্ডান সিরিয়া থেকে আসা শরণার্থীদের আর আশ্রয় দিতে পারবে না বলে সতর্ক করে দিয়েছে।


জাতিসংঘ তথ্যমতে, ২০১১ সালে সিরিয়া-সংকট শুরু হওয়ার পর থেকে প্রায় ২০ লাখ মানুষ সিরিয়া ছেড়েছে। তাদের বেশির ভাগ লেবানন, জর্ডান, তুরস্ক, ইরাক ও মিসরে আশ্রয় নিয়েছে।
সিরিয়ার শান্তি সম্মেলন ও সমঝোতা নিয়ে এখনো কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দেশটির সরকার।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.