আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় হামলা স্থগিত!

আপাতত সিরিয়ায় হামলা নয় বলে ধারণা করা হচ্ছে ওবামার বক্তব্য থেকে। আমেরিকা স্বাগত জানিয়েছে রাশিয়ার মধ্যস্থতাকে।

গত মঙ্গলবার এক ভাষণে এমন কথার ঈঙ্গিত পাওয়া যায়। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের রাশিয়া যে উদ্যোগ নিয়েছে তা সফল হওয়ার আশা ব্যক্ত করেছেন এবং এর লক্ষে কংগ্রেসকে ভোটাভুটি স্থগিত করার আহ্বান জানান প্রেসিডেন্ট। বুধবার এ ভোট হওয়ার কথা ছিল।

ধারণা করা হচ্ছে আপাতত সিরিয়া হামলা করবেন না ওবামা।

ওবামা চলমান সমস্যা যুদ্ধের মাধ্যমে নয় বরংচ কূটনৈতিক পন্থায় সিরিয়ার সমস্যা সমাধানের চেষ্টা করছেন।

ওবামা জানান, বর্তমান প্রয়াস সফল হবে কিনা তা এখুনি নিশ্চিত করে বলা যাবে না। কোনো চুক্তি হলে পরে আসাদ সরকার অঙ্গীকার অনুযায়ী কাজ করে কিনা তা খতিয়ে দেখতে হবে। তবে রাশিয়ার কারণে শক্তি প্রয়োগ ছাড়াই রাসায়নিক অস্ত্রের হুমকি দূরে রাখার সুযোগ তৈরি হয়েছে।

অপরদিকে রাসায়নিক অস্ত্র হস্তান্তরের জন্য প্রস্তুত আছে সিরিয়া বলে জানান সিরিয়ার পরাষ্ট্রমন্ত্রী। সোমবার সিরিয়ান পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন।

মুয়াল্লেম জানান, সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা খুব ফলপ্রসূ বৈঠক করেছিলাম। তিনি রাসায়নিক অস্ত্র হস্তান্তরের জন্য আমাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, আমরা রাশিয়ার আহ্বাবানে সাড়া দিতে রাজি।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.