আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম নিয়ে আর কত মিথ্যাচার?? ব্লগে যখন অসত্য কিছু লিখা হয় তখন অন্যরা এর প্রতিবাদ করে না কেন??? আর মড়ারেটর কোথায় উনি কি সত্য মিথ্যার প্রতি লক্ষ্য রাখেন না?? না জেনে মিথ্যা বলার বা ভুল তথ্য প্রদান করাটা আজকাল ভয়ঙ্কর অবস্থায় দাড়িয়েছে!!!!!!!!!!!!!!!!!

ব্লগে মাত্র ঢুকলাম। ঢুকেই একটি পোস্ট দেখে মেজাজ বিগড়ে গেল। ধর্ম নিয়ে আর কত মিথ্যাচার দেখবো ব্লগে?? মিথ্যাচারের জন্য কি কোন শাস্তি নেই?? যারা এভাবে একের পর এক মিথ্যাচার এবং ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বেড়ায় তারা কি অপরাধী নয়? তাদের জন্য মানুষ আর কত বিভ্রান্ত হবে ??? ঢুকেই চোখ পড়ল সর্বকালের সর্বশ্রেষ্ঠ জোক! এই পোস্টে। ভাবলাম মজার কিছু দেখতে পাবো বোধহয়। কিন্তু আমার বোধের তো পুরাই উল্টো দেখছি।

লিখা আছে: ================================ কোরান বলে: অবিশ্বাসীদেরকে হত্যাকর যেখানে পাও সেখানেই। ২:১৯১-২ সর্বকালের সর্বশ্রেষ্ঠ জোক: মুসলমানরা আবার মানবতা চোদায়! ================================ আমি এই রকমের পোস্ট সাধারণত পরিহার করি। কোন কথা বলি না। কিন্তু আজকাল কেন জানি সহ্য হচ্ছেনা আর। আজকাল অন্য ধর্মের বন্ধুরা এইসব পোস্ট দেখায় আর নানান তর্ক শুরু হয়।

নানান ধর্মাবলীদের মধ্যে সৃষ্টি হচ্ছে বিরোধ এবং বিভেদ। প্রকৃত পক্ষে উক্ত আয়াতটি সম্পূর্ণ আয়াতের একাংশ মাত্র। এর আগের আয়াতে এবং পরে আরও কথা আছে। কি আছে বলছি: সূরা আল বাক্বারাহ (মদিনায় অবতীর্ণ) (০২:১৯০) অর্থ- আর লড়াই কর আল্লাহর পথে তাদের সাথে, যারা লড়াই করে তোমাদের সাথে। তবে কারও প্রতি বাড়াবাড়ি করো না।

নিশ্চয়ই আল্লাহ সীমালংঘনকারীদের পছন্দ করেন না। (০২:১৯১) অর্থ- আর তাদেরকে হত্যাকর যেখানে পাও সেখানেই এবং তাদেরকে বের করে দাও সেখান থেকে, যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছে। বস্তুত: ফেতনা ফ্যাসাদ বা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। আর তাদের সাথে লড়াই করো না মসজিদুল হারামের নিকটে যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে। অবশ্য যদি তারা নিজেরাই তোমাদের সাথে লড়াই করে, তাহলে তাদেরকে হত্যা কর।

এটাই তো অবিশ্বাসীদের পরিণাম। যিনি এই লিখাটি লিখেছেন তিনি নিজেও আসলে কোন প্রকৃত কিছু জানেন না। এই আয়াত কেন নাজিল হয়েছে, কি বলা হয়েছে হয়তো না জেনেই শুরু করেছেন এইসব। আর জেনে থাকলেতো মিথ্যাচার। এইরকম বিভ্রান্ত করা মারাত্মক ক্ষতিকর এবং অপরাধ।

সবাই দয়া করে এগুলো খেকে সাবধান হোন। আমি কোন পাড় ধার্মিক না। আমি আমার সমাজে সুন্দরভাবে বাঁচতে চাই। এসব কথাবার্তা শুধুই অশান্তির সৃষ্টি করে। আর মড়ারেটরের প্রতি অনুরোধ এইরকমের রোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন প্লিজ।

আর আপনাদের প্রতিও অনুরোধ এদের বিরোধিতা করুন। নয়তো একসময় এরা ফুলে ফেঁপে উঠবে। আপনার প্রিয় বন্ধু শত্রু হয়ে যাবে আপনার। বি. দ্র.: সঠিক আয়াত দুইটি এখান থেকে নেয়া। এখানে ঠিক আছে দেখে দিয়ে দিলাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.