আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধের পাশাপাশি ধর্ম নাজানি নিষিদ্ধ হয়ে যায়.............

সত্য সন্ধানে সর্বদা নির্ভিক

হায়রে দেশ হায়রে মুসলমান। ইসলাম ধর্মের নামে রাজনীতি করা না হয় চোখে কাটার মত বেধে বর্তমান সরকারের ও তাদের দালালী প্রশাসন ও আদালতের কাছে। তাই বলে কি ধর্ম পালনও এদেশে বন্ধ করে দিতে হবে। এভাবে হাজার বছরের ইসলামের ইতিহাস নিয়ে টানা হেচড়া করার কি দরকার ছিল আদালতের। সারা জীবন সকল মুসলমান এই সত্যটাকে জানে যে আল্লাহর সন্তুষ্টিতে হযরত ইব্রাহিম (আ.) তার পুত্র হযরত ইসমাইল (আ,) কে কোরবানী করতে নিয়ে যান।

এটা নিয়ে কোরআন বা হাদিসে কোথাও কোন দিন ভিন্নতার প্রশ্ন আসেনি। কিন্তু কোথাকার কোন শান্তি না অশান্তি পরিষদের চেয়ারম্যান দেব নারায়ন মহেশ্বর এই বিষয় নিয়ে সঠিক ব্যাখ্যা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছে এবং আদালতও এর জন্য কোরআনের সঠিক ব্যাখ্যা চেয়েছে। অজব সব কান্ড কি হচ্ছে দেশে এসব। ওই বেটা হিন্দুর কি দরকার কে কাকে কোরবানী করতে নিল কেন বেটা তুই কি মুসলমান হওয়ার প্রস্তুতী নিচ্ছিস..... আর আদালতও বা কিভাবে একজন অমুসলিমের এমন পিটিশন খারিজ না করে কি ভাবে কোরআনের ব্যাখ্যা চাই। সংবিধান সংশোধনের আগে এই অবস্থা আর যদি সংবিধান থেকে রাষ্ট্রো ধর্ম ইসলাম উঠায় দেওয়া হয় তা হলে কি হবে।

শীর্ষ নিউজ হতে: হযরত ইব্রাহিম (আ.) ইসমাইল (আ.) কে নয় ইসহাক (আ.) কে কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন বলে দাবি করে এর সঠিক ব্যাখ্যা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্ট জনৈক দেব নারায়ণ মহেশ্বর। আজ রোববার বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়া এবং বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তিনি এ রিট আবেদন দায়ের করেন। রিটের শুনানিতে তিনি হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে নিয়ে যাওয়ার ব্যাপারে কোরআনের শুদ্ধতা দাবি করেন। আগামী বৃহস্পতিবার আদালতে এ রিটের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.