আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্ন রাতের কবিতা

এইসব ভালো লাগে... হে মেঠো ইঁদুর, লক্ষ্মীপ্যাঁচা আর বুড়ী চাঁদ তোমরা কি কখনো জানতে পেরেছো এই শ্যামল সবুজ বাংলার এক চিরবিষন্ন কবি তোমাদের নিয়ে থরে বিথরে লিখে গ্যাছেন কত্ত শত কবিতা ইস! চাঁদ না হই, আমি যদি ওই মেঠো ইঁদুর বা অকর্মণ্য লক্ষ্মী প্যাঁচাটাও হতাম তাহলে কবিতার বইখানি উল্টাবার সময় তার মুখে কয়েকশ বার হলেও উচ্চারিত হতাম... রাত বেড়ে চোখে ঘুম নেমে এলে বইয়ের পাতায় ছাপা শব্দাবলী হয়ে হলেও তার বুকের জমিনে ঠাঁই পেতাম... একজীবনে খুব কি বেশি এই চাওয়া?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।