আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমতাসীন নয় প্রয়োজন দায়িত্বশীল সরকার

নীল সাগরের ঢেউ রাষ্ট্র নামের গাড়িটি চালনার দায়িত্ব পালন করে সরকার। সরকারকে সহযোগিতা করেন সামরিক-বেসামরিক আমলারূপী হেলপার সুপার ড্রাইভারগণ। গণতান্ত্রিক ব্যবস্থায় একটি নির্দিষ্ট মেয়াদে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পান এক একটি দলের রাজনৈতিক সরকার। অবশ্য গাড়ির মালিক জনগণ যদি মনে করেন, ড্রাইভার ঠিক মতো দায়িত্ব পালন করছে না, তেল মবিল চুরি করে বিক্রি করছে, গাড়ির যন্ত্রাংশ কেনার নামে মালিকের টাকা লুট করছে তখন নির্দিষ্ট মেয়াদের আগেই তারা ড্রাইভার পরিবর্তনের করা দাবি করতে পারে, ভদ্র ড্রাইভার মধ্যবর্তী নির্বাচন দিয়ে মালিকদের আস্থা যাচাই করে করেন, আর ড্রাইভার তস্কর প্রকৃতির হলে মালিককে হত্যা করে নিজেই মালিক সেজে ক্ষমতা পাকাপোক্ত করার ষড়যন্ত্র করে, মালিকদের মধ্য থেকে যারাই এর প্রতিবাদ করে, প্রথমে তার চরিত্রহনন করে, তারপর তাকে হত্যা করে, অন্য মালিকরা মনে করেন, চরিত্রহীনের মৃত্যুতে রাষ্ট্র নামের গাড়িটি রক্ষা পেলো। আসলে কি রক্ষা পায়? না, রক্ষা পায় না। আস্তে আস্তে গাড়িটি দুর্ঘটনার দিকে অগ্রসর হয়, আর যখন দুর্ঘটনা ঘটে, সেই ক্ষতি থেকে মালিক,ড্রাইভার, হেলপার, সুপারভাইজার কেউ রক্ষা পায় না। কিন্তু সমস্যা হলো ক্ষমতারমোহে অন্ধরা তা সময় থাকতে বোঝতে চায় না। তাই ক্ষমতাসীন নয় দরকার দায়িত্বশীল সরকার। জনগণ কোন দলকে আগামীতে ভোট দিয়ে ক্ষমতা নয় দায়িত্ব দিবেন, এমনটাই আশা করি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.