আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকের ওড়না পেজগুলো সম্পর্কে কিছু কথা।

ফেসবুকে আজকাল কিছু বিচিত্র পেজ খোলা হয়েছে। এগুলোকে 'ওড়না পেজ' বলেও আখ্যায়িত করা হয়। দুঃখ লাগে যখন দেখি এই পেজগুলোর শত শত ফ্যান রয়েছে। এই পেজসমূহের এডমিনেরা আমার বিশ্বাস অনুসারে মানসিক ভাবে এখনও পরিপক্ক হয়ে ওঠেনি। তারা লাইক পাওয়ার আশায় কখনও উন্নত বক্ষা কোন নারীর ছবি দিয়ে ''কে কে এমন বউ পেতে চান লাইক দিন'' ক্যাপশন দিচ্ছে; আবার তার পরের পোস্টটাতেই দেখা যাচ্ছে আল্লাহ্‌র নিরানব্বইটি নাম সম্বলিত একটা ছবি যার নিচে লেখা থাকে ''যদি আপনি মুসলমান হয়ে থাকেন তবে শেয়ার করুন''।

তারা এই সমস্ত কীর্তি করলে আমার কিছু যায় আসে না। কিন্তু সমস্যা অন্যখানে। সমস্যা হলো এই ছবিগুলো আমার কিভাবে কিভাবে যেন আমার হোমপেজে চলে আসে। আমি ঐ সকল ওড়না পেজের কোনটিরই মেম্বার বা ফ্যান নই। তারপরও ছবিগুলো প্রায়ই হোমপেজে চলে আসে ফ্রেন্ড লিস্টে থাকা কেউ যদি লাইক দেয় বা কমেন্ট করে সে ক্ষেত্রে।

এই পেজগুলোর বিরুদ্ধে রিপোর্ট করে কি কিছু করা সম্ভব? একবার একটা পেজ দেখেছিলাম যেখানে বিরোধীদলীয় নেত্রিকে অতি কুৎসিত একটা পেশার মহিলা বলে আখ্যায়িত করা হয়েছিল। আমি উনার ভক্ত নই কিন্তু দায়িত্ববোধের কারণে রিপোর্ট করেছিলাম। ঘন্টা দুয়েকের মধ্যেই পেজটা বন্ধ করা হয়েছিলো আর আমাকে কনফার্মেশন মেইল পাঠানো হয়েছিলো। যারা অনলাইনে লেখালেখি করেন তাদের প্রতি আমার অনুরোধ হলো এই সব ওড়না পেজের বিরুদ্ধে সচেতনতামূলক লেখালেখি করুন। আশা করা যায় অপরিপক্ক এডমিনদের পরিপক্কতা খানিকটা হলেও আসবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.