আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকের বদৌলতে....



যে সময় বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক বন্ধের চষ্টো চলছে ঠিক সেই সময়েই ফেসবুকের বদৌলতে পনের বছর আগে হারিয়ে যাওয়া দুই মেয়েকে খুঁজে পেলেন তাদের বাবা মা। সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে পনের বছর আগে অপহরণ হওয়া দুই বছর ও তিন বছর বয়সের দুই শিশুকে উদ্ধার করা হয়েছে । বর্তমানে শিশু দুইটির বয়স ১৬ ও ১৭ বছর। গতকাল শনিবার এমএসএন ডট কম জানিয়েছে, ১৯৯৫ সালে ক্যালিফোর্নিয়ার সান বারনারদিনো শহরের এক দম্পতির দুই মেয়ে অপহরণ হয়। গত কয়েকদিন আগে অপহরণ হওয়া শিশু দুইটির মা ফেসবুকে মেয়েদের ছবি দেখতে পান।

কিন্তু পরক্ষণেই ছবি সম্বলিত ফেসবুকের ওই পেজটি অদৃশ্য হয়ে যায়। পরে বিষয়টি ডেপুটি এটর্নি কুর্ট রাউলিকে অবহিত করা হলে রাউলি তদন্ত দল নিয়ে মেয়ে দুটিকে খুঁজতে বেড়িয়ে পড়েন। অতপর ফ্লোরিডার অরল্যান্ডো থেকে গতকাল উদ্ধার করা হয় মেয়ে দুইটিকে। ডেপুটি অ্যাটর্নী কুর্ট রাউলি জানিয়েছেন, শিশু দুইটির মা ফেসবুকে মেয়েদের নাম লিখে সার্চ করে ফেসবুকের ওই পেজটি দেখতে পান। এই প্রথম তিনি এ রকম একটি মামলা পরিচালনা করলেন।

কিন্তু প্রযুক্তির যুগে এই ঘটনা শেষ ঘটনা নাও হতে পারে। তিনি আরও জানিয়েছেন, মেয়ে দুইটি নতুন করে কোনো সম্পর্ক গড়তে না চাইলেও তাঁদের মা আশা করছেন শীঘ্রই তাঁরা একটি সম্পর্কের মায়াজালে আবদ্ধ হবেন। মেয়ে দুইটিকে উদ্ধারের পর তাঁদের অপহরণকারীকে গ্রপ্তোর করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.