আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকের আজ জন্মদিন উপলক্ষ্যে ফেসবুকের কিছু অজানা এবং মজার তথ্য জানুন


★ উপরের ছবিটি ফেসবুকের প্রধান অফিস, ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত।


★ ফেসবুকের সর্বপ্রথম ইন্টারফেজের ছবি ২০০৪ সালে।

★ ফেসবুকের যাত্রা শুরু হয় ২০০৪ইং সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে।
★ ফেসবুকের চেয়ারম্যান ও সি ই ও মার্ক জুকার বাগ।


★ ফেসবুকের সি ও ও হচ্ছেন সেরিয়েল সেন্ড বাগ।




★ ফেসবুকের সর্বমোট কর্মকর্তা ৫,৮০০ জন (২০১৩ সালের সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী)।
★ ফেসবুকের সাইটটি তৈরি করতে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ C++ ও php ব্যাবহার করা হয়েছে।
★ বর্তমানে ফেসবুকের সর্বমোট ব্যাবহারকারী ১.২ বিলিয়ন (২০১৩ সালের সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী)।
★ পৃথিবীর চারটি দেশে ফেসবুক সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেশগুলো হলো চীন, ইরান, সিরিয়া এবং ভিয়েতনাম।


★ এলিয়েন(Allien) নামে ফেসবুকে একাউন্ট খোলা নিষিদ্ধ এই নামে কেউ কোন একাউন্ট খুললে সেই একাউন্ট ফেসবুক কতৃপক্ষ ডিলিট
করে দেয়।
★ “কোন মা তার বাচ্চাকে নিজের স্তন্যপান করাচ্ছে” এ ধরনের কোন ছবি কোন ইউজার ফেসবুকে আপলোড করলে তার একাউন্ট ফেসবুক
কর্তৃপক্ষ ডিলিট করে দেয়।
★ পৃথিবীর সর্বাধিক ব্যাবহিত ওয়েব সাইট গুগল এর পরই ফেসবুকের অবস্থান দ্বিতীয়।
★ ফেসবুকে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যেক্তি হচ্ছেন “রিইহান্না” এখন পর্যন্ত তার পেইজে ২০ মিলিয়নের বেশী লাইক রয়েছে।


★ বর্তমানে কেহ ফেসবুক কিনতে চাইলে তাকে খরচ করতে হবে প্রায় ১৫ বিলিয়ন ডলার।


★ ফেসবুকের মাধ্যমে অস্ট্রেলিয়াতে কোর্ট নোটিশ (court notice) এবং যে কাউকে কোর্টে উপস্থিতির জন্য ডাকতে (court sumon)
পারে।
★ আইসল্যান্ডের নতুন সংবিধান তৈরির সময় সংবিধান কমিটি তাদের ড্রাফট সংবিধানটি সম্পূর্নরূপে ফেসবুকে শেয়ার করেছিল। পরবর্তীতে
সে দেশের নাগরিকরা সম্পূর্ন ড্রাফট সংবিধানটির উপর ফেসবুকে মতামত জানিয়েছে। সেইসব মতামতের উপর ভিত্তি করে সরকার সে
দেশে নতুন সংবিধান তৈরি করা হয়।
★ Facebook Addiction Disorder (FAD) হলো একটি মানসিক ব্যধি।

যারা অতিরিক্ত ফেসবুক ব্যবহার করে তারা সাধারনত এই
ব্যধিতে আক্রান্ত বলে মনোবিদরা মনে করে।


ফেসবুক নিরাপত্তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.