আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা নববর্ষে পান্তা-ইলিশ আর ইংরেজী নববর্ষে বিয়ার-হুইস্কি---বাঙ্গালীয়ানাই বটে!!!

আমার দেশ আমার অহংকার পহেলা বৈশাখে অনেকেই নতুন করে বাঙ্গালী চেতনায় উজ্জীবিত হন,শখ করে পান্তা-ইলিশ খান। একতারা দোতারার সুর শুনেন। সারা বছর বাঙ্গালীয়ানার খবর থাকে না তাদের। এরাই আবার শর্ট প্যান্ট এবং টি-শার্ট পড়ে হাতে বিয়ার আর হুইস্কি নিয়ে ইংরেজী নববর্ষ উৎযাপন করেন ফাইভ স্টার হোটেলের ডিস্কোতে ইংলিশ আর হিন্দি গানের সুরে একে অপরের কোমর জড়িয়ে নাচেন অথবা রাস্তায় হৈ-হুল্লুর করে অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটান! পুলিশকেও ত্খন হিমশিম খেতে হয় পরিস্থিতি নিয়্ন্ত্রণ করতে। এ কেমন বাঙ্গালীয়ানা তাদের? একদিন পান্তা-ইলিশে কিবা আসে যায় আমি তো প্রতিদিনই মনে-প্রানে বাঙ্গালী!!! একদিন একতারা-দোতারার সুরে কিবা আসে যায় আমি তো প্রতিদিনই মনে-প্রানে বাঙ্গালী!!! আমরা একদিন নয় জন্মসুত্রেই বাঙ্গালী এবং প্রতিদিনই মনে-প্রাণে বাঙ্গালী !!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।