আমাদের কথা খুঁজে নিন

   

নববর্ষে এই হোক আমাদের প্রার্থণা

মহলদার
ছয়টি ঋতু দাও ফিরিয়ে ওগো নিয়তি অনন্ত গ্রীষ্ম হেমন্ত বর্ষা শরৎ শীত দাও কমিয়ে বসন্ত দাও অফুরন্ত। । বর্ষাকে ধরে রাখ আষাঢ়ে শ্রাবণে ভাদর আশিনে আসে শরৎ আসুক। । কার্তিকে কিষাণের মুখে হাসি দাও অঘ্রাণে কিষাণীর হৃদয় নাচুক নবান্নে হাসি গানে গ্রাম বাংলা হোক না আগের মত দুরন্ত।

ছয়টি ঋতু দাও ফিরিয়ে ওগো নিয়তি অনন্ত গ্রীষ্ম হেমন্ত বর্ষা শরৎ শীত দাও কমিয়ে বসন্ত দাও অফুরন্ত। পৌষালী শীত যাক পিঠার পাবনে মাঘ মাস সূর্যের দহনে জ্বলুক ফাগুন চৈতি মাস দখিনা পবনে হাসি গানে পুরাতন নিয়মে চলুক রূপকথা ভরা সেই আদি বাংলা হোক না আগের মত জীবন্ত। ছয়টি ঋতু দাও ফিরিয়ে ওগো নিয়তি অনন্ত গ্রীষ্ম হেমন্ত বর্ষা শরৎ শীত দাও কমিয়ে বসন্ত দাও অফুরন্ত। [পরিবর্তন হচ্ছে আমাদের জলবায়ূর। পরিবর্তিত হচ্ছে আমাদের ঋতু বৈচিত্র্য।

নেমে আসছে প্রাকৃতিক বিপর্যয়। কিন্তু আমরা চাই অবসান হোক এর। আমরা যেন আবার ফিরে পাই আমাদের ঋতু বৈচিত্র্য, মিলে মিশে হাসি আনন্দে থাকতে পারি যেন আমাদের সমস্ত ঐতিহ্য-সংস্কৃতি বজায় রেখে। নববর্ষে এই হোক আমাদের প্রার্থণা। সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।

] (ছবিটি গত শনিবার দূপুরে তুলেছিলাম সুনামগঞ্জের দেখার হাওর থেকে, ঐ দিন বিকাল নাগাদ এই হাওরটি পাহাড়ী ঢলে প্লাবিত হয়ে যায়। সবুজ হাওর হয়ে যায় যেন অথৈ সাগর) (গানটি ভুপেন হাজারিকা, আসাফ খান ও হৈমন্তি শুক্লার গাওয়া। রেখেছি এইখানে । )
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।