আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের মহিলা অ্যাথলেট পিংকি পুরুষ হয়ে গেল এবং সাবেক সঙ্গিনীকে ধর্ষণের অভিযোগ

২০০৬ সালে দোহায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের রিলে দৌড়ে স্বর্ণপদক জয়ী ভারতের পশ্চিমবঙ্গের মহিলা অ্যাথলেট পিংকি প্রামাণিক প্রাথমিক পরীক্ষায় পুরুষ বলে প্রমাণিত হয়েছেন। কোলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে তার মেডিক্যাল চেক-আপ হয়েছে এবং এতে তার পুরুষত্বের বিষয়টি ধরা পড়েছে। ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি আজ (শনিবার) এ খবর দিয়েছে। খবরে আরো বলা হয়েছে, ধর্ষণ মামলায় পুলিশ গত বৃহস্পতিবার পিংকিকে গ্রেফতার করে এবং আদালতের নির্দেশে তাকে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়। ভারতীয় এই অ্যাথেলেটের বিরুদ্ধে তার সাবেক এক সঙ্গিনী এবং এক সন্তানের মা ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে ওই মামলা দায়ের করেন।

বহুবার ওই নারী পিংকির হাতে ধর্ষিতা হয়েছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি ওই অভিযোগে পিংকিকে 'পুরুষ' বলে অভিহিত করেছেন। আদালত চলতি মাসের ২৯ তারিখের মধ্যে পিংকির লিঙ্গ নির্ধারণের পরীক্ষা শেষ করার নির্দেশ দেয় এবং সে মোতাবেক আগামীকাল পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে তার এ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। কিন্তু পিংকি এর আগে দু'দফা এ পরীক্ষায় অংশ নিতে অস্বীকার করেছেন।

কিন্তু, গ্রেফতারের পর তাকে কোলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পরীক্ষায় তিনি 'পুরুষ' হিসেবে প্রমাণিত হয়েছেন বলে এনডিটিভি জানায়। পিংকি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং একে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তিন বছর আগে তিনি ক্রীড়া থেকে অবসর নিয়েছেন এবং বর্তমানে ভারতের পূর্বাঞ্চলীয় রেলওয়ের টিকেট কালেক্টর হিসেবে চাকরি করছেন। # ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.