আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ক্রিকেট আয়োজন নিয়ে সংশয় ; ভেন্যু নিয়ে অসন্তুষ্টি আইসিসির

আমাদের প্রিয় ক্রিকেটাঙ্গনে যে এখন দুঃসময় চলছে একথা স্বীকার করতেই হবে । খেলার মাঠ ঠিক থাকলেও মাঠের বাইরের সবকিছু গোলমেলে । BPL এ ফিক্সিং কেলেঙ্কারি ,খেলোয়াড়দের টাকা না দেওয়া ,ঘড়োয়া লীগ না হওয়া প্রভৃতির সাথে যোগ হয়েছে বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা । এ যেন মরার উপর খাড়ার গা । বিপদ যে একদিক দিয়ে আসে না এটা বুজতে হলে এখন বিসিবি কে দেখুন ।

BPL কেলেঙ্কারি নিয়ে সবায় জানেন এব্যাপারে কিছু বলব না । দেশের মাটিতে সর্বশেষ খেলা হয়েছে ডিসেম্বরে ,বিদেশের মাটিতে এপ্রিলে । পরবর্তী খেলা হবে অক্টোবরে । খেলার সূচী দেখে মনে হয় !!! তবে এর মাঝেই আয়ারল্যান্ডের আমন্ত্রন ফিরিয়ে দিয়েছে বিসিবি । সেই মার্চ থেকে শুরু হবার কথা লীগের খেলা ।

সময় পিছাতে পিছাতে ৩ জুলাইয়ে ঠেকেছিল । তবে ক্লাব ,খেলোয়াড় ,কোয়াব ,সিসিডিএম ,বিসিবি এসবের সংগঠনের মধ্যে সমন্বয় হীনতা ,নতুন পদ্ধতি চালু ,খেলোয়াড় দের আন্দোলনের কারনে অনির্দিষ্টকালের জন্যে লীগের খেলা স্থগিত করেছে বিসিবি । তবে এতসব ছাপিয়ে এখন সবচেয়ে বড় সমস্যা ছাপিয়ে যে সমস্যাটা তীব্রতর তা হচ্ছে বিশ্বকাপ ভেন্যু সমস্যা । এর মাঝেই আইসিসি এসে ভেন্যু দেখে গেছে এবং অসন্তুষ্টি প্রকাশ করেছে । বাংলাদেশের বদলে বিকল্প ভেন্যুও খুজছে তারা ।

ভারত যেখানে ফিক্সিং কেলেঙ্কারির পর তা ঘুচানর চেষ্টা করছে সেখানে বাংলাদেশ জড়িয়ে পরছে বিভিন্ন সমস্যায় । তাহলে কি বাংলাদেশ কোন ষড়যন্ত্রের শীকার ! নষ্ট হতে যাচ্ছে আমাদের একমাত্র গর্ভের জায়গা !!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.