আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে বিশ্বকাপ হবে, একেবারে আসল বিশ্বকাপ।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

উম্মাতাল ক্রিকেট ভক্তদের দেশে বসবে বিশ্বকাপ ক্রিকেটের আসর। আমরা তৈরী তো ! বাঙ্গালী জাতী হিসাবে বিশ্ববাসীকে সেরা উপহার দেয়ার জন্যে ? যে দেশের মানূষ মনে প্রাণে ক্রিকেট কে ভালোবাসে উপভোগ করে ক্রিকেট। সেই দেশে বসবে ক্রিকেটের আসর। যদি বলি বিশ্বকাপ ছিনিয়ে আনার আসর। কম হবে কি? ভালো উৎফুল্ল দর্শক হিসাবে ক্রিকেট জাতি হিসাবে ।

এটা আশা করা কি খুব কঠিন। আমাদের ওয়ানডে ক্রিকেটের অবস্থান বা থিউরি কি বলে। এর আগে যে সব দেশ বিশ্বকাপ চ্যাম্পিয়ান হয়েছে । তাদের সেই সময়কাল অবস্থান বিবেচরা করলে । আমাদের ক্রিকেটের উন্নতি আরো কিছু উন্নতি হলে স্বপ্ন এবার দেখতেই পারি।

কতখুশির ব্যাপার আমাদের দেশে হবে বিশ্বকাপ। আমরা মনের মতো আওয়াজ দিতে পারবো তো। আমরা কি বিশ্বকাপ উপলক্ষে পরিচ্ছন্ন ঢাকা, পরিচ্ছন্ন জাতি, যানজট বিহীন নগরী রাখতে ,আইনকানুন মেনে চলার জাতি হিসাবে বিশ্ব দরবারে নিজেকে একবছরের মধ্যে হাজির করতে পারবো তো। আমাদের পর্যটন শিল্পের বিকাশ হবে তো একবছরের মধ্যে । যারা বিশ্ব কাপ দেখতে আসবে ।

সে ফিরে যেয়ে বলবে পারবেতো বাংলাদেশ একটা সাজানো গোছানো সুন্দর নিরাপদ দেশ। যদি এই মক্ষম সূযোগ জাতী হিসাবে আমরা বাংলাদেশীরা কাজে লাগাতে না পারি। তাহলে বিফলে যাবে ১৫০/২০০শত কোটি টাকার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন সহ বিশ্বকাপের প্রস্তুতি মূলক বাজেট। এই বিশ্বকাপের পজেটিভ সব সূযোগ কাজে লাগানোর জন্যে সর্বাত্বক চিন্তা করা প্রয়োজন। সরকারকে কার্যকরি ভূমিকা এখন থেকে নিতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.