আমাদের কথা খুঁজে নিন

   

'বিশ্বকাপ শেষে বিশ্বকাপ ভাবনা'

অসীমের সীমানা, ঘুচব কবে তা- জানিনা জানিনা

বিশ্বকাপ ক্রিকেট-২০১১ শেষ। কিছু বিছিন্ন অনুভূতির প্রকাশ... ১। বিশ্বকাপে আমরা আমাদের দেশপ্রেমের চূড়ান্ত প্রকাশ ঘটিয়েছি। আমাদের দল হেরেছে। আমরা প্লেয়ারদের গালি দিয়েছি- 'কেন তারা এমন ভাবে হেরে দেশকে লজ্জিত করল'? মানুষতো তার ভালবাসার মানুষকেই কাঙ্ক্ষিত ব্যাবহার না পেলে বকা-ঝকা করে...! ২।

ওয়েস্ট ইন্ডিজের টিম বাসে আমরা ঢিল ছুঁড়েছি, আবার আমরাই ছুটে গেছি তাদের 'Sorry' বলতে ! অবাক হয়ে বিশ্ব দেখল আমাদের 'Sorry' লিখা প্ল্যাকার্ডগুলো- আমাদের মহানুভবতা। আমরা নিজেরাইতো নিজেদের চরিত্রের এই মহৎ দিকটির কথা জানতাম না ! ৩। ইন্ডিয়া- পাকিস্তান যত যাই বলি, শেষ পর্যন্ত আমরা বাংলাদেশেরই সাপোর্টার। সাফল্য বুভুক্ষু এই জাতি বিশ্বের সামনে বলার মতো কয়টাই বা উপলক্ষ পেয়েছে ? আমরা জয়ী দলটার পাশে থেকে আনন্দ করতে চেয়েছি, সেই দলটি যখন বাংলাদেশ হয়নি তখন অন্যের প্রতি হাত বাড়িয়েছি-হয়ত সেটা চির শত্রু দেশ। অভুক্ত নাকি কালে-ভদ্রে অন্যের খাওয়া দেখেও তৃপ্তি পায় ! ৪।

রাজনীতি, অর্থনীতি কিংবা ক্রিকেট- কতভাবেই না আমরা বিভক্ত হচ্ছি ! তবে একমাত্র ক্রিকেটই পারে আমাদের মধ্যকার দালাল-রাজাকারের বিভেদকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিতে । তাই শত মুণ্ডুপাতের পরও সাকিবদের দিকেই স্বপ্নাতুর চোখে চেয়ে থাকি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.