আমাদের কথা খুঁজে নিন

   

আমারও স্বপ্ন



আমিও ভাবাতাম জীবনটাকে এমন করে সাজাবো যেখানে সব সময় একটু হাসি একটু কান্না থাকবে। তাইতো লিওর্নাদ দ্যা ভিঞ্চির মত স্বপ্নে একটি মেয়ের ছবি দেখে ছিলাম। কিন্তু তার দেখা এজীবনে পাবো কিনা জানিনা। এই জন্য ভিঞ্চির আঁকা ছবি আমার জীবনে স্বপ্ন হয়ে আছে। মনালিসার মত এত সুন্দর ছবি এক জনের মনের মাঝে থাকতে পারে।

তা আমার কাছে একে বারেই অবিশ্বাস্যকর। আমার কাছে মনালিচার ছবি খুব ভালো লাগে। তাই ভিঞ্চরি মত আমি ও স্বপ্নের মানুষের ছবি আঁকতাম। হঠাৎ আমি একদিন ভাবলাম কি হবে ছবি একে। তাই সাথে সাথে সব ছবি হৃদয় থেকে মুছে ফেললাম।

কিন্তু সেই মুছে ফেলা স্বপ্নগুলো আজ আমাকে খুব যন্ত্রনা দেয়। আমাকে মনে করে দেয় সেই জোসনা রাতের একাকী স্বপ্ন দেখে জেগে ওঠার কথা। সেই গভীর রাতের কথা মনে হলে আমার গায়ের পশম গুলো শীইরে ওঠে। আজ ও আমি মনালিসার ছবি পাশে রেখে ঘুমায় আমার স্বপ্নের ছবির মানুষটাকে দেখবার জন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।