আমাদের কথা খুঁজে নিন

   

আমারও স্বাদ যায়



পহেলা বৈশাখ উপলক্ষে সৈয়দ মুজতবা আলির "পন্ডিত মশাই" কে মনে পড়ে গেল| এই পন্ডিত মশাই কে আপনারা অনেকে চিনেন| তারপরেও আরএকবার মনে করিয়া দেই| পন্ডিত মশাই শাখামৃগকে প্রশ্ন করিয়াছিলেন তার পরিবার, পরিদর্শক সাহেবের কুকুরের কয় ঠ্যাঙের সমান? এখন আমি অধম ,আপনারা যারা গনিতবিদ আছেন এবং অতি অবশ্যি বাঙ্গালী,তাদের দরবারে একটি প্রশ্ন: বর্তমানে একহালি ইলিশের দাম ৪৫০০ টাকা,চলের দাম ১০০ টাকা,এবং তেল,নুন,মরিচ ছারা নিশ্চয় রান্না করিবেন না, তাহলে বলিবেন কি, দুই মোঠা পান্তা ভাতের দাম কত? অবশ্য এর জন্য আপনাকে জানতে হবে দুই মোঠা পান্তা তে কত টুকু চাল থাকে| হিসাব করে জানাবেন, যদি ইহা একজন গ্রামের ভিক্ষুকের সারাদিনের ইনকামের চেয়ে কম হয় তাহলে আমিও বাঙ্গালি হব, আপনাদের মত পান্তা খাবো| আমারও স্বাদ যায়, কাঁচা মরিচ,পেয়াজের ক্ষুধা মেটানো পান্তাতো অনেক খেয়েছি, এবার না হয় বাঙালি হওয়ার নিমিত্তে পান্তা ইলিশ খেলাম|

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।