আমাদের কথা খুঁজে নিন

   

একখানা কঠিন বাস্তব রম্যঃ ব্যাচেলরের বাসা ভাড়া বিড়ম্বনা।

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে,সাধারণত কোন পুরুষের বিবাহপূর্বকালকে ব্যাচেলর কাল বলে। সাধারণত ২০ থেকে ২৮ পর্যন্ত বয়সকাল ব্যাচেলর কালের উপযুক্ত সময় বলিয়া গণ্য হয়। যাহাই হোক আমার এখন যে বয়সকাল চলিতেছে তাহা ব্যাচেলরশিপের অতীব উপযুক্ত সময়।

পড়াশুনা করিতেছি একখান সুপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে। চলাচলের অধিকতর সুবিধার জন্য বাসা ছাড়িয়া মেসে উঠিয়াছি ছয়মাস হইয়াছে। প্রথম যে মেসে উঠিয়াছিলাম তাহা মালিকের অধিক উপার্জনের খায়েশ মিটাইবার নিমিত্তে ভাঙ্গা পড়িয়াছে। অল্পদিন পরেই ডেভেলপাররা তাহা নতুন করিয়া গড়িবে। তাই ওই বাসাটা ছাড়িতে হইলো।

ওই বাসাটা ছাড়িবার আগে সিলেট শহরের অলিতে গলিতে ভাড়ায় একটা ভালো বাসা খুঁজিয়া পাওয়া গেলো না। কারণ কোন বাড়িওয়ালা মনে ব্যাচেলরদের একটু ভালোবাসা জন্মায় না। বাসা খুঁজিতে খুঁজিতে আমার বন্ধু সুমন একদা এক বাড়িওয়ালাকে বলিয়া ফেলিবার উপক্রমই করিয়া ফেলিয়াছিল যে "চাচা ব্যাচেলররা যদি এতই খারাপ হয় তবে তাহাদিগের কাছে আপনার কন্যা অর্পণ করিবেন না"। তাহাকে সেবার অতি কষ্টে থামাইয়াছিলাম। এই হইলো বর্তমানে ব্যাচলরগণের অবস্থা।

এই অবস্থা যদি দীর্ঘদিন চলিতে থাকে তবে অচিরেই ব্যাচেলরশিপ স্ট্যাটাস ঘুচাইতে হইবে। যাহা আপাতত সম্ভব নহে। পুনশ্চঃ আমরা অনেক খোঁজাখুঁজির পরে মোটামুটি মানের একখানা বাসা ভাড়া পাইয়াছি। যাহাতে গত দেড়মাস যাবত বাস করিতেছি। তবে আগামীতে যদি আরো ভালো বাসা পাই তবে তাহাতে উঠিবার ইচ্ছা আছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।