আমাদের কথা খুঁজে নিন

   

আমি রোহিঙ্গাদের চাই না।

একজন সাধারন বাংলাদেশীর ব্লগ এইটুকু একটা দেশ। তাতে কমপক্ষে ১৬ কোটি লোকের বাস! আছে লাখ লাখ উদ্বাস্তু বিহারি সম্প্রদায়। আগে থেকেই ৪-৫ লাখ অবৈধ রোহিঙ্গা ঘাটি গেরেছে এই বাংলাদেশে। এখন দাঙ্গার কারনে আসছে হাজার হাজার। কিন্তু আর না।

মানবিকতার নামে আমি নিজের দেশের ক্ষতি করতে পারি না। জাতি সংঘ আহবান জানাচ্ছে ওদের সাহায্য করার, সাহায্য আমরা অবশ্যই করতে প্রস্তুত, তবে ওদের জায়গা দিয়ে নয়। জাতি সংঘ কেন সাহায্য করছে না ওদের? কেন দাঙ্গা থামানোর বাবস্থা না করে উলটো উপদেশ দিচ্ছে কিভাবে উদ্বাস্তু দের সাহায্য করতে হবে। উদ্বাস্তু কেন হতে হচ্ছে এসব মানুষদের? এসব ব্যাপারে চুপ থেকে কেন বাংলাদেশের মতো দরিদ্র একটি দেশের ওপরই শুধু চাপ সৃষ্টি করা হচ্ছে? সব মানবতা রক্ষা করার দায় কি বাংলাদেশের একার উপরে বর্তাল? কই, পাকিস্তান তো বিহারি দের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ এখনো নিল না। আর কঠিন বাস্তব হচ্ছে কখনও নেবেও না।

হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল -এসব তথাকথিত মানবাধিকার সংগঠন পারে শুধু মিষ্টি মিষ্টি কথা বলতে, আর ফাকা বুলি আওড়াতে। কেন এরা বিহারিদের ওদের নিজের দেশে ফেরত যাবার বাবস্থা করে দিচ্ছে না? কি গ্যারান্টি আছে যে যেভাবে বিহারি ক্যাম্প গুলোয় বিহারিরা মানবেতর জিবন জাপন করছে ৪ দশক ধরে, সেভাবেই রোহিঙ্গাদের থাকতে হবে না? সাথে বাড়তি পাওনা হিসেবে পাব এই যে, এই দরিদ্র দেশটায় আরও কিছু দরদ্র লোক বারবে আর অর্থনীতির ওপর চাপ বারবে। জাফর ইকবাল সাহেব যাই লিখুক, আর আওয়ামী সরকার কে যতই অপছন্দ করি না কেন, এই ক্ষেত্রে আমি সরকারের পক্ষেই থাকতে বাধ্য। সরকার ওদের ফিরিয়ে দিয়ে ভালই করছে আমার বিশ্বাস। কারন এটা জানা কথা ওরা একবার আসলে আর ওদের ফেরত পাঠানো যাবেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.