আমাদের কথা খুঁজে নিন

   

জানার কোন শেষ নেইঃ আসুন জেনে নেই বিশ্বের সবচেয়ে দামি ১০টি ব্র্যান্ড (Brand) সম্পর্কে

You can't buy love on eBay. আমরা কথায় কথায় বলি যে প্রতিষ্ঠিত ব্র্যান্ডের (Brand) জিনিস কিনতে হবে কথা কারণ নন-ব্রান্ড জিনিসের চেয়ে ব্র্যান্ড জিনিসের প্রতি আমাদের আস্থা বেশি থাকে। আর এই আস্থা তৈরিতে সেই কোম্পানিকে অনেক শ্রম, মেধা, বিনিযোগ আর পন্যে বা সেবা যাই বলি না কেন তার গুনগত মান বছরের পর বছর ধরে ভোক্তার মনঃপোত রাখতে হয়েছে বা হচ্ছে!! ব্র্যান্ড সম্পর্কে তাত্ত্বিকভাবে বিশদ না জানলেও আমরা হয়তো বুঝি জিনিসটা কি!! যেমন অ্যাপল একটা ব্রান্ড, এইচপি একটা ব্র্যান্ড। ব্র্যান্ড, ব্র্যান্ডের নাম (Brand name), ব্রান্ডিং (Branding) ইত্যাদি নিয়ে আলোচনা করা আজকের পোস্টের উদ্দেশ্য নয়। এগুলো বুঝার জন্য আর এই ব্র্যান্ডের মুল্যমান কিভাবে নির্ধারিত হয় তা জানাতেও প্রচুর পড়াশুনা প্রয়োজন!! যাক সে কথা, আজকে আমরা জানব ২০১২ সালের বিশ্বের সেরা ১০টি ব্রান্ডের নাম, এদের ব্রান্ডের মূল্যমান আর প্রতিষ্ঠান গুলোর প্রকৃতি নিয়ে! প্রথমেই তালিকার শেষে যার অবস্থান অর্থাৎ নাম্বার দশ...। ।

১০। চায়না মোবাইল কোম্পানি ক্যাটাগরিঃ টেলিকম ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ৪৭ বিলিয়ন। এটি বিশ্বের সবচেয়ে বড় টেলিকম প্রোভাইডার। গত বছর এটি তার ব্রান্ড মূল্যমানের ১৮% হারিয়েছে। এপ্রিল ২০১২ তে এর গ্রাহক সংখ্যা ছিল ১,০২ বিলিয়ন।

০৯। ভারিযন (Varizon) কোম্পানি ক্যাটাগরিঃ টেলিকম ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ৪৯ বিলিয়ন। আমেরিকান টেলিকম কোম্পানি। এটির ব্রান্ড ভ্যালু ১৫% বৃদ্ধি পেয়েছে। এটি একটি টেলিকম প্রোভাইডার সাথে নেটওয়ার্কিং কোম্পানি।

০৮। AT&T কোম্পানি ক্যাটাগরিঃ টেলিকম ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ৬৯ বিলিয়ন। এটি আমেরিকার সবচেয়ে বড় টেলিকমিনিকেশন প্রোভাইডার কোম্পানি। ০৭। মার্লব্রো (Marlboro) কোম্পানি ক্যাটাগরিঃ তামাক কোম্পানি ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ৭৪ বিলিয়ন।

বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত সিগারেট ব্রান্ড এটি। গত বছর এটি তালিকার ৬ষ্ঠ স্থানে ছিল। ০৬। কোকা-কোলা কোম্পানি ক্যাটাগরিঃ কোমল পানীয় ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ৭৪ বিলিয়ন। ১২৫ বছরে পুরাতন কোমল পানীয় ব্র্যান্ড।

এখনও এটি অন্যতম জনপ্রিয় পানীয়!! ০৫। মাইক্রোসফট কোম্পানি ক্যাটাগরিঃ প্রযুক্তি ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ৭৭ বিলিয়ন। যদিও প্রতিষ্ঠানটি গত বছর রেকর্ড পরিমান ব্যবসা করেছে (ইউ এস $ ৭০ বিলিয়ন) তার পরও তাদের ব্র্যান্ড ভ্যালু ২% কমে গেছে! ২০১২ সালে প্রতিষ্ঠানটি তাদের নতুন অপারেটিং সিষ্টেম ইউন্ডোজ ৮ বাজারে ছাড়তে যাচ্ছে। এছাড়াও উন্নত মানের মোবাইল ডিভাইস সংযোজনের ঘোষনা দিয়েছে। ০৪।

ম্যাকডোনাল্ড কোম্পানি ক্যাটাগরিঃ ফাস্ট ফুড ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ৯৫ বিলিয়ন। ৫টি টপ ব্যান্ডের মধ্যে এটিই একমাত্র নন-টেকনোলজি ব্যান্ড। ২০১২ সালে নতুন ১৩০০ ইউনিট চালুর পাশাপাশি ২৪০০ ইউনিটের আরো আধুনিকায়নের ঘোষনা দিয়েছে কোম্পানিটি। ০৩। গুগল (Google) কোম্পানি ক্যাটাগরিঃ প্রযুক্তি ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ১০৮ বিলিয়ন।

এটি আমেরিকার একটি মাল্টিন্যাশনাল কর্পোরেশন টাইপ কোম্পানি যা ইন্টারনেট বেইড প্রযুক্তি পন্য ও সেবা বিক্রয় করে থাকে। এখন পর্যন্ত এটি ২০১২ সালের সর্বোচ্চ আলোচিত ব্র্যান্ডের মধ্যে ফেইজবুকের পরেই এটির স্থান। যদিও ফেসবুক ব্র্যাড হিসাবে ১০ এর মধ্যে আসতে পারেনি!! গত বছর গুগল এই তালিকায় ২য় স্থানে ছিল। ০২। ই বি এম (IBM) কোম্পানি ক্যাটাগরিঃ প্রযুক্তি ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ ১১৬ বিলিয়ন।

গুগলকে পিছে ফেলে কোম্পানিটি এবার ২য় স্থানে উঠে এসেছে। এটি বিশ্বের অন্যতম B2B technology brand. ০১। অ্যাপল (Apple) কোম্পানি ক্যাটাগরিঃ প্রযুক্তি ব্রান্ড মূল্যমানঃ ইউ এস $ 183 বিলিয়ন। বিশ্বের অন্যতম টেকনোলজি জায়ান্ট যারা গত দু’বছর যাবত তালিকার শীর্ষে বস্থান করছে। এ বছর অ্যাপলের ব্র্যান্ড ভ্যালু ১৯% বৃদ্ধি পেয়েছে।

আর এই তালিকাটি তৈরি হয়েছে according to the latest annual Brandz study of market research agency Millward Brown,View this link অনেকের কনফিউশন দূর করার জন্য- এখানে উল্লেখিত মূল্যমান কোম্পানিটির শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালু, মোট মূল্য নয়!!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।