আমাদের কথা খুঁজে নিন

   

জানার উৎসব

নিরব যোদ্ধা।

তোমার মৃদু হাসিতে থেমে যায় পৃর্থিবীর যত কোলাহল, তোমার দু’চোখে খুজি আমি না দেখা| এ যেন অন্য এক চাওয়া না পাওয়ার অপেক্ষা। মুখ জুড়ে আজ না পাওয়ার অভিনয়ের নির্মল হাসি। আমি মেতে উঠি আজ তোমায় জানার উৎসবে আমি জেগে উঠি এ রাতের শেষে নতুন সুর্য কিরণে, তোমার ছোয়ায় মুছে যায় আমার সকল ক্লান্তি অনেকটা পথ ঘুরে যেন ফিরে আসি আপন ভুবনে। সব কিছু হারানোর মাঝে খুজি আজ নিজেকে কোন এক উল্লাসে আমি মেতে উঠি তোমায় জানার উৎসবে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।