আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানি নাগরিক কতৃক রোহিঙ্গাদের উস্কানি

তাশফী মাহমুদ রোহিঙ্গাদের উস্কানি দেওয়ার অভিযোগে মুসলিম এইড নামে একটি এনজিও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানি নাগরিক ডা. জাহিদ জামালকে কক্সবাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোহিঙ্গা অনুপ্রেবশ ইস্যুতে অনুষ্ঠিত এক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী এ কথা জানান। সভায় রোহিঙ্গা অনুপ্রেবশ রোধে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কক্সবাজারের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী বলেন, "রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কিন্তু কয়েকটি এনজিও রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করে যাচ্ছে।

যথাযথ প্রমাণ পাওয়ায় ইতোমধ্যে মুসলিম এইডের কর্মকর্তা ডা. জাহিদ জামালকে প্রত্যাহার করা হয়েছে। " কিন্তু কিছু স্থানীয় পত্রিকায় মিয়ানমারের সাম্প্রাদায়িক দাঙ্গার যে ছবি ছাপানো হচ্ছে তার সঙ্গে বাস্তবতার মিল নেই। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে বলে তিনি জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন উস্কানিমূলক সংবাদ পরিবেশন থেকে সংবাদ কর্মীদের বিরত থাকার আহ্বান জানান জেলা প্রশাসক। সভায় জেলা পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

দেশের স্বার্থ বিনষ্ট হয় সংবাদপত্র এমন উস্কানিমূলক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবে বলে তারা আশা করেন। কক্সবাজারের মানুষ চান না রোহিঙ্গা আসুক। সরকার মানুষের মনোভাবের সঙ্গে সম্পূর্ণ একমত রয়েছে। দৈনিক কক্সবাজারের সম্পাদক আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, "কক্সবাজারের মানুষ একজন রোহিঙ্গাও দেশে প্রবেশ করুক তা চায় না। রোহিঙ্গারাই কক্সবাজারের অগ্রগতিতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

" দৈনিক কালের কণ্ঠের স্টাফ রির্পোটার তোফায়েল আহমদ বলেন, "মুসলিম এইডের ঊর্ধ্বতন কর্মকর্তা ডা. জাহিদ জামাল ইতোমধ্যে কক্সবাজার ত্যাগ করেছেন। " জানা গেছে, সাম্প্রতিক মিয়ানমারে জাতিগত দাঙ্গায় এসব উগ্রপন্থি এনজিওর সম্পৃক্ততা রয়েছে। মুসলিম এইড ছাড়াও এসিএফ এবং এমএসএফ নামের আরো ২ থেকে ৩টি এনজিও সরকারের কোনো প্রকার অনুমতি না নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জসিম উদ্দিন ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলামও উপস্থিত ছিলেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.