আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানি এক ছাগুর কথা

ভোর হোক তোমারও জানালায়,ভোর হোক ধ্বংসস্তুপে। চাপা পড়া শহরে,শহীদ স্বরণীর পীচঢালা পথে। রোদ্র আসুক আশাবাদী অহ্মর হয়ে,বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও এতে পরাজয় নিয়ে পাকিস্তানীদের অনেক ধরনের তত্ত্ব দিতে দেখা যায়। তার মধ্যে সবচেয়ে বিনোদনমূলক হিসেবে দেখলাম পাকিস্তানের দি নেশন পত্রিকায় তারিক মজিদের একটি চিঠি।

পাকিস্তান নেভীর এই রিটায়ার্ড কমোডর বলেছেন যে পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হওয়ার পেছনে আমেরিকা, ভারত, ব্রিটেন, ভারত এবং ভুতপূর্ব সোভিয়েট ইউনিয়নের হাত ছিল। এটা আসলে ইহুদী সাম্রাজ্যবাদেরই এক চক্রান্ত। তবে তিনি সেইফ সাইডে থাকতে গিয়ে পাকিস্তানের কিছু সেনা এবং বুদ্ধিজীবীদের ও এর সাথে জড়িত থাকার কথা বলেছেন। সব ছাগুরই ট্রেডমার্ক বক্তব্য এটি। সবকিছুরই মধ্যে তারা ইহুদীবাদ ও ইঙ্গ-মার্কিন ষড়যন্ত্রের গন্ধ টের পান।

তিনি বলেছেন বাংলাদেশের মুসলমানেরা এখন তাদের ভুল বুঝতে পারছে যে তাদের ভুল পথে পরিচালিত করা হয়েছিল। তিনি পাকিস্তানী সৈন্যদের পরাজয়কে সবচেয়ে লজ্জাজনক হিসেবে বর্ণনা করেছেন। তিনি এক ভারতীয় মেজর জেনারেলের উদ্ধৃতি দিয়ে বলছেন যে পাকিস্তানী সৈন্যদের লড়াই করার মত শক্তি ছিল। কিন্তু মার্কিন কূটচালে তাদের পরাজয় স্বীকার করতে বাধ্য করা হয়। তবে তিনি পাকিস্তানী হত্যাযজ্ঞের ব্যাপারে নিরব থেকেছেন।

পড়েন এখানে - পুরোটাই বিনোদন: Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.