আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি তো কোন আবালদের দল না ............. তা হলে এই দলের সমর্থকরা এত আবাল কেন ???

আমার কয়েকজন বন্ধু আছে যারা বিএনপির অন্ধ সমর্থক। আমি ভাবতাম এরাই বোধ হয় অন্ধের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ। কিন্তু ব্লগে দেখি এদের চেয়েও আরও বিশাল বিশাল অন্ধ আছে। এরা কি আসলেই অন্ধ ?? নাকি একচোখা ?? শুধু একদিকেই দেখতে পায়। তাই বিএনপির সবকিছুতেই ভাল দেখতে পায় এবং ভবিষ্যতেও পাবে।

আর আঃলীগের সব কিছুতেই খারাপ দেখতে পায় এবং ভবিষ্যতেও পাবে। বন্ধু মহলে ওরা প্রায়ই রাজনৈতি প্রসঙ্গ টেনে আনে এবং পরিশেষে প্রায় ব্যাপারেই কোন উত্তর দিতে পারে না। আমি সব সময়ই রাজনৈতিক ব্যাপারে আলোচনা করতে উৎসাহিত হই না। কিন্তু কি জানি, এক অজানা কারনে এরা সব সময়ই রাজনৈতি প্রসঙ্গ টেনে আনে আর ওদের আবাল এবং অন্ধত্বের প্রমান দিয়ে যায়। কিছু নমুনা দেওয়া হলঃ আঃলীগ টেলিযোগাযোগ খাতে ৯৬ তে এমন দূর্নীতি করছে যে, তা আর বলার মতো না।

আমি জিজ্ঞাসা করালাম কেমন দূর্নীতি? গ্রামীন, একটেল, সেবা এদের লাইসেন্স দিতে এদের থেকে কি পরিমান টাকা নিসে জানস ? ভাল কথা। তা হলে মোর্শেদ খানের সিটিসেল যখন লাইসেন্স দিল তখন কেন আইন করে দিল যে, অন্যকোন লাইসেন্স দেয়া যাবে না। এক চেটিয়া ভাবে তারা ব্যবসা করলও ৯৬ পর্যন্ত। একটা মোবাইল এর জন্য লাখ টাকা খরচ করতে হতো। আর এখন তিনটা কোম্পানী হওয়াতে কি জনগনের সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে ?? উত্তর নাই....... আঃলীগ একটা হিংস্র দল কথায় কথায় মানুষজন মেরে ফেলে।

অতি সত্য কথা। আচ্ছা আহাসানউল্লাহ মাস্টারকে কে মেরেছে ? কেন, আঃলীগ নিজে। কিবরিয়ারে কে মেরেছে ? কেন, আঃলীগ নিজে। আর ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা কে করেছে ? কেন, আঃলীগ নিজে। এখন একটা উত্তর দে, যে দল এত হিংস্র, যারা লোক মারতে উস্তাদ।

তারা তো এখন পযন্ত অন্য কোন দলের প্রথম সারির এক জন নেতাদের মারলও না কিংবা কোন মিটিং এ গ্রেনেড হামলা করল না ? উত্তর নাই....... এবার আমি প্রশ্ন করি, আচ্ছা রাজাকারদের কি বিচার হওয়া উচিত ? আমার বন্ধুরা উত্তর দেয়, অবশ্যই বিচার হওয়া উচিত। বিএনপি কি কখনও রাজাকারদের বিচার করবে ? এবারও উত্তর নাই....... আঃলীগ দেশটারে ভারতের বাজার বানিয়ে দিল। তাই নাকি ?? আচ্ছা বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু করেছে কে ?? উত্তর নাই......... সেটা তোদের মহান মরহুম অর্থমন্ত্রী সাইফুর রহমান। তিনি তার জীবনের শেষ প্রান্তে এসে বলে গেছেন আমি বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতির প্রবক্তা হলেও, এর কোন ভাল দিক দেখতে পারছি না। খারাপ দিক ছাড়া।

এরকম প্রচুর রাজনৈতি প্রসঙ্গ আমাদের মধ্যে আলোচনা হয়। যা ওরা কখনও কোন প্রকার যুক্তিযুক্ত উত্তর দিতে পারেনা। তবুই সব সময় উৎসাহ নিয়ে চালিয়ে যায় এবং আমিও তা উপভোগ । আমি বাংলাদেশের সাধারন নাগরিকেরই একজন। যে ভাল কে ভাল আর খারাপ কে খারাপ বলার সাহস রাখি।

যেমন বর্তমান সরকারের অনেক কর্মকান্ডকেই সমর্থন করি না। তাই সব সময় যুক্তি সংগত আলোচনা আশা করি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.