আমাদের কথা খুঁজে নিন

   

যীশু খৃষ্টের মা কে বাচাতে গিয়ে জনৈক পাদ্রীর মৃত্যু !!

খৃষ্টান ক্যাথলিকরা বড় কোন সমস্যায় পড়লে সাধারনত যীশু খৃষ্টের মা মেরীকে কে ত্রান কর্তী হিসেবে ডাকতে থাকে। মেরীকে ইটালিয়ান ভাষায় 'মাদন্না' নামে অভিহিত করে থাকে। কোন সমস্যায় পড়লেই তারা মাদন্না মাদন্না বলতে থাকে। সামনে মেরীর কোন ছবি বা মুর্তি থাকলে তো কথাই নেই। রীতিমত পুজা শুরু করে দেয়।

যাই হোক গত মে মাসের ২০ তারিখ থেকে রীতিমত ইটালির উত্তর অন্চলে অবিরামভাবে ভুমিলম্প হচ্ছে। ৫,৯ রিঃ স্কেলে প্রথম ভুমিকম্প শুরু হয়ে আজ জুনের ৬ তারিখ পর্যন্ত ৫শতাধিক বিভিন্ন মাত্রার ভুকম্পন হয়েছে এবং এখনো হচ্ছে। বিশেষজ্ঙগন বলছেন ভুকম্পন বছর ধরে চলতে পার। ভুমিকম্পে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু ২শতাধিক লোক আহত হয়েছে। এ পর্যন্ত ৫,৯ রিঃ স্কেলের ভুকম্পনটাই ছিল সবচেয়ে বেশী।

ভুমিকম্পের প্রধান বৈশিষ্ট হচ্ছে ভুমিকম্পে এপর্যন্ত সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যাথলিক চার্যগুলির। আর বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে চার্যগুলির সূউচ্চ ঘন্টা ধ্বনি ও ক্রস চিহ্নের। অনেক ঘন্টা ধ্বনি বিপদজনক বিধায় নিজেরাই বোমা মেরে উড়িয়ে দিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কিছুদিন পুর্বে , খৃষ্টান ক্যাথলিকরা কোন সমস্যায় পড়লেই তারা যে মাদন্নাকে ডাকতে থাকে,সাম্প্রতক ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত তার পরিত্যক্ত প্রতিকৃতিকেই উদ্ধার করতে গিয়ে নিহত হয়েছেন জনৈক পাদ্রী। উদ্ধারের সময় আরেকটি নুতন ভুমিকম্প হওয়াতে ছাদ থেকে একটি অংশ ধ্বসে পরলে তার মৃত্যু হয়।

গতবৎসরও এক ভুমিকম্পে ইটালির পারমা শহরে অবস্হিত এক প্রাচিন প্রসাদের চুড়ায় অবস্হিত আধুনিক স্যাকুলারিজমের জনক নেপলিয়ন বেনাপাটের স্ত্রীর প্রতিকৃতি ধ্বংস হয় ৫ রিঃ স্কেলের কিছু কমমাপের ভুমিকম্পে। প্রশ্ন হচ্ছে এত কম মাপের ভুমিকম্পে এত বড় বড় শক্তিশালী ব্যক্তিত্যের ধ্বংস হয় কিভাবে ? বর্তমানে এটাই সবার চিন্তার বিষয় ! উৎসুক কোন পাঠক আমার লেখার সত্যতা যচাই করতে চাইলে এখানে দেখুন- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.