আমাদের কথা খুঁজে নিন

   

আমিও এক অসহায় যীশু



অবশেষে জানা গেলো- ক্রুশবিদ্ধ যীশুর কষ্ট আর ছটফট বেদনার কথা কারা গিয়েছিলো এমন সুনসান ধানের ভাড়ারে দিতে কংক্রীটের গুড়ো আমার উগারে আজ শস্যের বদলে জমেছে অপার শূন্যতা আমি তো এতোকাল ধরে শুধুই শুনেছি দুধ আর ভাত, পুকুরের মাছ আয়েশী জীবনের গান পূবের আকাশ থেকে তবু সূর্যের আলোর সাথে উঠে আসে কংকালসার অনাহারী মুখ এই অগ্রাণে আমি তো কতোবার বলেছি- আমার কোন বেদনা ছিল না কষ্টের গান, বেদনার গান গাইনিতো আমি কোনকালেই পৌষের হীমেল হাওয়ায় বুকের পাজরে তবু চেপে রাখি ক্রুশবিদ্ধ বেদনার কথা হায় ইশ্বর! এই সভ্য সমাজ যেন না জানে ক্রুশের আঘাতে নীলাকার আমিও যে এক অসহায় যীশু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।