আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম নিয়ে রাজনীতি - বিএনপি ষ্টাইল

দিন বদলের সপ্নটাকে হারিয়ে ফেলনা.. পাল্টে দেবার সপ্ন আমার এখনো গেলনা............ মতিঝিলে কয়েক হাজার লোককে সরকার খুন করেছে। বিএনপির দাবী। তারা ব্যাথিত। তারা গায়েবানা জানাজা পড়ছেন। এখন কিছুটা অসভ্য হলেও - আমার মনে হয় এই তুলনাটা মাথায় রাখা উচিত।

তুলনাটা হল - কয়েকদিন আগেও আমরা সাভারে দেখলাম একটা বিল্ডিং ধসে ৬০০ ও অধিক মানুষ মারা গেলেন। সাথে সাথে আমরা এও দেখলাম - হাজার হাজার মানুষ - ছবি নিয়ে প্রিয়জনকে খুজছেন। কিন্তু এখন কোন পরিবারকেই দেখছি না তারা তাদের হারিয়ে যাওয়া সন্তানের খোজে মতিঝিলে আছেন। বলবেন হয়ত আমি দেখছি না - কিন্তু অনেক প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার লোকজনও তো আছেন। আমিত কোথাও এতগুলো পরিবারের কাউকেই দেখছি না।

হয়ত মিডিয়ার সবাই আওয়ামী চামচা। তাহলে কেন সাদেক হোসেন খোকা বা এই তালেবানী হেফাজত ইসলামীর নেতারা তাদের মিডিয়ার সামনে আনছেন না? তাহলে ধরে নেয়াই যায় এটা আরেক প্রপাগান্ডা। গুজব রটানোর চেয়ে বড় কথা - এটা সবার কাছে পরিষ্কার হয়ে গ্যাছে যে - বিএনপি চেয়েছে এটা হোক। কারন মিসেস জিয়া - পরিষ্কার ভাবে বলেছেন - উনি ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছেন। উনি শফি সাহেবকে ফোন করে বলেছেন- সমাবেশ শেষ না করতে।

কারন উনি জানতেন যে - পুর্ব পরিকল্পনা অনুযায়ি - হেফাজতের লোকদের দিয়ে এই তান্ডব চালালে পিছনের দরজা দিয়ে উনি উনার জামায়েতের ভাইদের নিয়ে সরকার ফেলে দিতে পারবেন। আমেরিকার নিউজ পেপারে লিখে, সেনাবাহিনীকে উস্কে দিয়ে, হেফাজতের বাচ্চাদের ধর্মান্ধতায় উস্কে দিয়েও আওয়ামী লিগকে কাবু করতে না পেরে - মিসেস জিয়া আর কি করেন সেটা দেখার অপেক্ষায় রইলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.