আমাদের কথা খুঁজে নিন

   

মায়ানমারে রোহিঙ্গা ইস্যু , কিছু প্রশ্ন ও উত্তর

ওকে এইবার টপিকে আসি... যারা রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে দিতে আগ্রহী কিছু ব্যাপার তাদের নজরে আনতে চাচ্ছি... প্রথম প্রশ্ন হলো, কি চলতাছে রোহিঙ্গাগো মইদ্ধে ? উত্তরঃ দাঙ্গা চলতেছে মুসলিম আর বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে প্রশ্নঃ কি নিয়া শুরু হইছিলো দাঙ্গা? উত্তরঃ একটা বুদ্ধ ধর্মাবলম্বি মাইয়ারে গ্যাং রেপ করছিলো মুসলমান ধর্মাবলম্বিরা ... তহন পুলিশ অপরাধিগো ধরার পরে মুসলিম নেতারা জেহাদ ঘোষণা কইরা দাঙ্গা শুরু কইরা দেয়। A gang of illegal Bangladeshi Muslim settlers rob, rape and murder a Arakanese Buddhist girl in Myanmar, and when police arrest the Muslim culprits, they launch "Jihad riots" after Friday prayer, attacking, killing, burning.... http://europenews.dk/en/node/55442 She was intercepted while returning home from work on the evening of 28 May 2012. She was killed by slitting her throat. Her dead-body also showed several stabbing wounds on the chest, as well as wounds and cuts on the vaginal and pubic regions. http://europenews.dk/en/node/55442 প্রশ্নঃ কতজন মারা গেছে এ পর্যন্ত? উত্তরঃ (According to paki news) আজকের নিউজ অনুযায়ী এই পর্যন্ত প্রায় ২৫ জন তবে আরো ১০ জন মারা গেছে দাবী করা হইতাছে... ওইটা মাইনা নিলে প্রায় ৩৫ জন(মাইন্ড ইট) “About 25 people have been killed during the unrest,” a senior government official told AFP, requesting anonymity. Click This Link According to state media, 21 people have been killed since Friday, but one report puts the number of dead at 25. http://www.bbc.co.uk/news/world-asia-18419834 প্রশ্নঃ খালি কি মুসলমান মরছে নাকি আরো আছে? উত্তরঃ খবরে তো দেখলাম অন্য পক্ষেরো মরছে, মানে মুসলমান ভাইয়েরা বইসা নাই... আর মুসলমান ভাইয়েরা এইসব ম্যাটারে বইসা থাকার লোক নাকি? প্রশ্নঃ ওদের সরকার কি চায়া চায়া দেখতাছে? উত্তরঃ না কার্ফু দিছে তো... এরপর একটু শান্ত হইছে... Myanmar's president on Sunday night declared a state of emergency in a western state where sectarian tensions between Buddhists and Muslims have unleashed deadly violence. Click This Link প্রশ্নঃ ওরা বার্মার ঠিক কোন জায়গাটায় থাকে? উত্তরঃ আরাকান নামক এক অঞ্চলে আর দাঙ্গা চলতাছে রাখাইন অধ্যুষিত Settwe নামক জায়গায় http://en.wikipedia.org/wiki/Rohingya_people প্রশ্নঃ দাঙ্গা কি পুরা বার্মাতে চলতাছে নাকি? উত্তরঃ আরে না কি কন মাথা খারাপ নাকি... অতবড় দেশের সব জায়গায় দাঙ্গা হইলে এতো দিনে ২৫০০০ মইরা যাইতো না... !!! প্রশ্নঃ হুম... আচ্ছা বাংলাদেশের থিকা দুরত্ব কত ওই এলাকার ? উত্তরঃ সরাসরি অবৈধ উপায়ে আইলে প্রায় ২৫০ কি. মি. আর বৈধ উপায়ে হাজার কিলোর উপরে... প্রশ্নঃ আচ্ছা এতো দূরে না আইসা ওরা তো বার্মার অন্য অঞ্চলেও গেলে পারে... যেহেতু পুরা বার্মায় দাঙ্গা চলতাছে না উত্তরঃ আরে কি কন? মুসলমান মুসলমান ভাই ভাই... বাংলা ছাড়া জায়গা নাই... প্রশ্নঃ আমাগো সরকার নাকি নতুন আসতে চায় এমন রোহিঙ্গাগো ফেরত দিছে? তা এই পর্যন্ত কতজন ফিরাইছে? উত্তরঃ বিবিসি তে তো দেখলাম ১১টা নাও ফিরাইছে আবার কেউ কয় দেড় হাজার নৌকা আছিলো On Tuesday, three boats carrying refugees were turned back, reports say. Officials say they had earlier turned away another 11 boats. Reports on the number of Muslim Rohingya refugees fleeing to neighbouring Bangladesh vary, but as many as 1,500 are said to have been turned back in recent days. http://www.bbc.co.uk/news/world-asia-18419834 প্রশ্নঃ এই ব্যাপারে বার্মা সরকারের মনোভাব কি? উত্তরঃ ঐ সরকার তো ওগোরে ইলিগাল বাংলাদেশী কয় A gang of illegal Bangladeshi Muslim settlers rob, rape and murder a Arakanese Buddhist girl in Myanmar http://europenews.dk/en/node/55442 প্রশ্নঃ বাংলাদেশে কতগুলান রোহিঙ্গা আছে ? উত্তরঃ তা প্রায় তিন লাখ... An estimated 300,000 Rohingya refugees are already living in Bangladesh. http://www.bbc.co.uk/news/world-asia-18419834 প্রশ্নঃ আচ্ছা ‘৭১এ বাংলাদেশের থিকা যখন শরনার্থি ইন্ডিয়ায় গেছিলো তখন কতজন মরছিলো? উত্তরঃ... (নিশ্চুপ) প্রশ্নঃ আমাদের দেশে তখন কতগুলান মাইয়া রেপ হইছিলো ? উত্তরঃ... (নিশ্চুপ) প্রশ্নঃ এই রোহিঙ্গাগুলান কারে এই দেশে আইসা কারে ভোট দেয়? উত্তরঃ... (নিশ্চুপ) প্রশ্নঃ এইগুলারে আনার লেইগা সবচেয়ে বেশি লাফাইতাছে কারা? উত্তরঃ... (নিশ্চুপ) প্রশ্নঃ ওগো উদ্দেশ্য কি? উত্তরঃ... (নিশ্চুপ) প্রশ্নঃ মাত্র ২৫ জনের মৃত্যুর বদলী ওরা কতজন রোহিঙ্গা এই দেশে ঢুকাইতে চায় উত্তরঃ... (নিশ্চুপ) প্রশ্নঃ বাংলাদেশে কতজন মানুষ মানবেতর জীবনযাপন করতেছে? উত্তরঃ... (নিশ্চুপ) প্রশ্নঃ এই দেশের মানবেতর জীবনযাপন করা মানুষের বেলায় ওগো মানবতাবোধ কই যায় উত্তরঃ... (নিশ্চুপ) যাউকগ্যা আর কিছু জিগাইলাম না... মানবতাবাদের জয় হোক... এই মানবতাবাদ চুদাইয়া আইজকা আমাগো দেশে জামাতীরা প্রতিষ্ঠিত... আমার দেশের অস্তিত্ব বিরোধি... স্বাধিনতা বিরোধি পক্ষরে আইজ দেশে “ভিন্নমত” বলা হয়... আমি রোহিঙ্গা জাতি সম্পর্কে একেবারেই নাদান... কারন কাছ থিকা ওদের দেখি নাই... আমার দেখার ইচ্ছাও নাই... আমার দেশে আমি শুধু জামাত শিবিররে ঘৃণা করি না আমি ঘৃণা করি ঐ প্রত্যেকটা বেঈমানকে যারা জামাত শিবির না করেও নীরবে জামাতকে ভোট দেয়... আর আমার মতে ঐ সংখ্যাটা যত কমবে ততই আমার দেশের মঙ্গল... এতে যদি ঐ সব সমর্থক কোন এক গায়েবী কারনে একসাথে মারাও যায় তখনো ওদের জন্য আহা উহু চুদাইতে যামু না... আমি ওদের লাশের উপর পা টপকে পার হবো... আমার বিবেকে বাধবেনা... জামাত ও জামাত সমর্থনকারীদের জন্য আমার কাছে মানবতা চুদানোর টাইম নাই... That’s it. মুল লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.