আমাদের কথা খুঁজে নিন

   

'নার্গিস' ভোরে প্রচন্ড আঘাত হেনেছে মায়ানমারে ব্যাপক হতাহতের আশংকা



মিডিয়া ফর মিডিয়া পরিবেশিত খবরটি হুবহু নিচে দেয়া হল: ইয়াংগুন, মে ৩ (মিডিয়া ফর মিডিয়া)- শনিবার ভোরে 'নার্গিস' প্রচন্ডভাবে আঘাত হেনেছে মায়ানমারের বানিজিক রাজধানী ইয়াংগুনে । মায়ানমারের আবহাওয়া অদিদ্প্তরের এক কর্মকতা নাম প্রকাশ না করার স্বার্থে জানান,হারিকেনরুপী 'নর্গিস' সকাল ৫ টায় ইয়াংগুনে প্রচন্ড আঘাত হানে । বাতাসের গতি ছিল ঘন্টায় ১৯০ কিলোমিটার । তিনি ব্যাপক ধ্বংসযজ্ঞ ও হতাহতের আশংকা করেছেন । তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হবে কেননা তা ঘনবসতি এলাকার ওপর দিয়ে বয়ে গেছে। ঘরের চালা ও গাছপালা ইয়াংগুনের রাস্তার ওপর পড়ে থাকতে দেখা যায়। রাস্তাঘাট ছিল সম্পূর্ন মানুষ শুণ্য। end/m4m/mh

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।