আমাদের কথা খুঁজে নিন

   

বাকৃবির বাসে অগ্নিসংযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, ক্লাশ-পরীক্ষা স্থগিত, গ্রেপ্তার ৫

পূর্ব ঘটনার জের ধরে গতকাল বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের বাসে অগ্নিসংযোগ করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এদিকে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীরা ক্লাশ-পরীক্ষা বর্জন করে। ওই ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত ঘন্টাব্যাপী ওই মানববন্ধন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় শুরু হয় এবং এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। মানববন্ধনটি বিশ্ববিদ্যালযের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে কামাল-রণজিত (কেআর) মার্কেটের সামনের রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিসংযোগ ও শিক্ষার্থীদের ওপর বার বার সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান এবং এ বিষয়ে সরকারের হস্তক্ষেপও কামনা করেন। এদিকে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীরা ক্লাশ-পরীক্ষা বর্জন করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বহিরাগত সাতজনের নাম উল্লেখপূর্বক প্রায় ২৫-৩০ জন অজ্ঞাতনামাকে আসামী করে ময়মনসিংহ কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার সহকারী ফোরম্যান মাহমুদুল হক। তবে পুলিশ এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছেন বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের ২০ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ওরফে রিপন, যুবলীগ নেতা মোহসীন, সুমন, আজিুজুল ও সোহাগ।

মামলায় উল্লেখিত বাকী নামধারী আসামীরা হলেন, জসিম, রনি, জীবন, জামাল, রাফিউল হাসান রনিন, নাসিত কামাল কিরণ ও সুমন। এদিকে আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। এ ব্যাপারে বাকৃবি ছাত্রলীগের সভাপতি শামছুদ্দীন আল আজাদ এবং সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বার বার বহিরাগতদের হামলা এবং গতকাল বাসে অগ্নিসংযোগের ঘটনা কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওই ঘটনায় জড়িতদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন,“ ওই ঘটনার প্রতিবাদে বাকৃবিতে আজ (বৃহস্পতিবার) সকল রাজনৈতিক দলের অংশগ্রহনে ছাত্র সংগ্রাম ঐক্য পরিষদ গঠন করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।